অ্যাডাম ড্রাইভার
অ্যাডাম ডগলাস ড্রাইভার (জন্ম ১৯ নভেম্বর ১৯৮৩)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি অসংখ্য পুরস্কার ও মনোনয়ন লাভ করেছেন, তন্মধ্যে রয়েছে একটি ভল্পি কাপ বিজয়, এবং দুটি একাডেমি পুরস্কার, তিনটি এমি পুরস্কার ও একটি টনি পুরস্কারের মনোনয়ন।
অ্যাডাম ড্রাইভার | |
---|---|
জন্ম | অ্যাডাম ডগলাস ড্রাইভার ১৯ নভেম্বর ১৯৮৩ |
মাতৃশিক্ষায়তন | জুইলিয়ার্ড স্কুল (বি.এফ.এ.) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জোঅ্যান টাকার (বি. ২০১৩) |
সন্তান | ১ |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
সেবা/ | টেমপ্লেট:দেশের উপাত্ত United States Marine Corps |
কার্যকাল | ২০০২-২০০৪ |
পদমর্যাদা | ল্যান্স কর্পোরাল |
ইউনিট | ১ম ব্যাটেলিয়ন ১ম মেরিন |
ড্রাইভার ইউনাইটেড স্টেটস মেরিন কর্পসের সাবেক ল্যান্স কর্পোরাল। তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে মিসেস ওয়ারেন্স প্রফেসর (২০১০) নাটক দিয়ে এবং এরপর তিনি ম্যান অ্যান্ড বয় (২০১১) নাটকে অভিনয় করেন। তিনি এইচবিওর হাস্যরসাত্মক নাট্যধর্মী ধারাবাহিক গার্লস (২০১২-২০১৭)-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য টানা তিনটি এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ড্রাইভারের চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় লিংকন (২০১২), ফ্রান্সেস হাঁ (২০১২), ইনসাইড লউইন ডেভিস (২০১৩) ও সাইলেন্স (২০১৬) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তিনি নাট্যধর্মী হাংরি হার্টস (২০১৪) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভল্পি কাপ অর্জন করেন।
ড্রাইভার স্টার ওয়ার্স অনুবর্তী ত্রয়ী (২০১৫-২০১৯)-এ কাইলো রেন চরিত্রে অভিনয় করে আরও অধিক খ্যাতি অর্জন করেন।[২] তিনি ব্ল্যাকক্লান্সম্যান (২০১৮) চলচ্চিত্রে গোয়েন্দা পুলিশ এবং ম্যারিজ স্টোরি (২০১৯) চলচ্চিত্রে একজন মঞ্চ পরিচালক চরিত্রে অভিনয় করে দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Adam Driver Talks About His Most Favorite Birthday Gift Ever"। ডব্লিউ ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। নভেম্বর ১৯, ২০১৭। ফেব্রুয়ারি ৪, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
- ↑ ব্র্যাডি, টারা (ডিসেম্বর ২৯, ২০১৬)। "Adam Driver , on Star Wars, Scorsese anstepping up after 9/11"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। আগস্ট ৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
- ↑ বুকানান, কাইল। "Adam Driver: 'Acting is not glamorous in its making'"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ১৩, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে অ্যাডাম ড্রাইভার
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে অ্যাডাম ড্রাইভার (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে অ্যাডাম ড্রাইভার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অ্যাডাম ড্রাইভার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে অ্যাডাম ড্রাইভার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অ্যাডাম ড্রাইভার (ইংরেজি)
- ব্রডওয়েওয়ার্ল্ডে Adam Driver: Theatre Credits