অস্টিন পিস একাডেমি

অস্টিন পিস একাডেমি (এপিএ ) মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থিত একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে। ২০১৬ সালের তথ্যমতে এর শিক্ষার্থীরা ১৯ টি জাতীয়তা থেকে এসেছে। ১৯৯৭ সালে ওয়েস্ট ক্যাম্পাসে প্রাক কিন্ডারগার্টেন শিক্ষা কার্যক্রম শুরু হয় পরে সেটা ১৯৯৯ সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। ২০০৩ সালে স্কুলটিকে বর্তমান নামে নামকরণ করা হয়।[৪]

অস্টিন পিস একাডেমি
অস্টিন পিস একাডেমির লোগো
ঠিকানা
মানচিত্র
৫১১০ ম্যানর সড়ক

,
৭৮৭২৩

স্থানাঙ্ক৩০°১৭′৫৯″ উত্তর ৯৭°৪১′১২″ পশ্চিম / ৩০.২৯৯৫৮৯১° উত্তর ৯৭.৬৮৬৭৬২৪° পশ্চিম / 30.2995891; -97.6867624
তথ্য
ধরনবেসরকারি
নীতিবাক্যTo produce caring graduates who inspire others and together will change the world for the benefit of humanity.
(এমন শিক্ষার্থী তৈরি করবে যারা অন্যদের অনুপ্রাণিত করে এবং একসাথে মানবতার সুবিধার জন্য বিশ্বকে পরিবর্তন করবে।)
প্রতিষ্ঠাকাল১৯৯৭[১]
অধ্যক্ষডায়ানা আবদি[২]
অনুষদ৪৭
শ্রেণীপ্রাক কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী
লিঙ্গসহ-শিক্ষা
ভর্তি৫৭৫ (২০১৫-২০১৬) [৩]
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস সম্পাদনা

অস্টিনের মুসলিম সম্প্রদায় অস্টিন পিস একাডেমি প্রতিষ্ঠা করে। স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মনকে উদ্দীপিত করার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং একই সাথে তাদের ইসলামিক পরিচয়, ঐতিহ্য এবং অনুশীলনগুলি সংরক্ষণ করতে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়।[১]

১৯৯৭ সালে অস্টিন পিস একাডেমি অস্টিনের প্রথম ইসলামিক স্কুল হিসাবে প্রতিষ্ঠা করা হয়। প্রায় ষোল জন শিক্ষার্থী নিয়ে একটি ছোট ভবনে একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল পিস এলিমেন্টারি স্কুল। উদ্বোধনী বছরে প্রতিষ্ঠানটিতে প্রাক কিন্ডারগার্টেন থেকে কিন্ডারগার্টেন পর্যন্ত পাঠ্যক্রম চালু করা হয়েছিল।[১] ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটি তার বর্তমান অবস্থানে ৫১১০ মনোর রোডে স্থানান্তরিত হয়।

২০০৩ সালে প্রতিষ্ঠানটি অস্টিন পিস একাডেমি নামে নামকরণ করা হয়েছিল। যা প্রাক-স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে। প্রতিষ্ঠানে বিভিন্ন জাতির শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা ১৯ টি জাতীয়তা থেকে এসেছেন।[১]

২০০৫ সালের নভেম্বরে অস্টিন পিস একাডেমি সাউদার্ন অ্যাসোসিয়েশন অফ কলেজিজ এবং স্কুল (এসএসিএস) দ্বারা স্বীকৃতি প্রার্থিতার অনুমোদন পায়।

২০০৭ সালের এপ্রিল মাসে, সাউদার্ন অ্যাসোসিয়েশন অফ কলেজিজ অ্যান্ড স্কুলস (এসএসিএস) অস্টিন পিস একাডেমিকে অনুমোদনের জন্য সুপারিশ করেছিল। ২০০৭ সালের ডিসেম্বরে এসএসিএসের বার্ষিক সভায় অস্টিন পিস একাডেমি এর স্বীকৃতি লাভ করে।

২০১৬ সালে নিচ অস্টিন পিস একাডেমিকে অস্টিন অঞ্চলের ২য় সেরা বেসরকারি কে -১২ স্কুলে স্থান দেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "History & Mission"Austin Peace Academy 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১ 
  3. "Search for Private Schools - School Detail for AUSTIN PEACE ACADEMY"nces.ed.gov। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১ 
  4. "History."

বহিঃসংযোগ সম্পাদনা