অশোকনগর তেলক্ষেত্র
অশোকনগর তেলক্ষেত্র হল পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে অবস্থিত একটি তেলক্ষেত্র।[১][২] রাজ্যের রাজধানী কলকাতা থেকে তেলক্ষেত্রটির দূরত্ব ৪৭ কিলোমিটার। তেলক্ষেত্রটি ভারতের ওএনজিসি সংস্থার অনুষন্ধানে ২০১৮ সালে অবিষ্কৃত হয়।[৩] এটিই পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথম খনিজ তেলের খনি।
অশোকনগর তেলক্ষেত্র | |
---|---|
অশোকনগর তেলক্ষেত্রের অবস্থান | |
দেশ | ভারত |
অঞ্চল | পশ্চিমবঙ্গ |
অবস্থান | অশোকনগর |
ব্লক | অশোকনগর |
সমুদ্রতীরাতিক্রান্ত/ডাঙাবর্তী | স্থলভাগ |
স্থানাঙ্ক | ২২°৫০′০৯″ উত্তর ৮৮°৩৫′৪৯″ পূর্ব / ২২.৮৩৫৮৯° উত্তর ৮৮.৫৯৬৯৪° পূর্ব |
পরিচালক | ওএনজিসি |
ক্ষেত্রের ইতিহাস | |
আবিষ্কার | ২০১৮ |
উন্নয়ন শুরু | ২০১৮ |
উৎপাদন সূচনা | ২০ ডিসেম্বর ২০২০ |
উৎপাদন | |
বর্তমান তেল উৎপাদন | 322000 t/a (৭৫০ bbl/d অথবা ১১৯ m3/d) |
বর্তমান তেল উৎপাদনের বছর | ২০২১ |
কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২০২০ সালের ২০ ডিসেম্বর বাণিজ্যিক তেল উত্তোলন কেন্দ্রের উদ্বোধন করেন।[৪]
ইতিহাস
সম্পাদনাঅশোকনগরে গ্যাস ও তেলের সন্ধান করার জন্য ২০০৯ সালের ডিসেম্বর মাসে ওএনজিসি-অয়েল ইন্ডিয়া ব্লক পায়।[৫] প্রথমে সাড়ে তিন একর জমির উপর কুয়ো খনন করে তারা সন্ধানের কাজ শুরু করে। ২০১৪ সালে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর শুরু হয় অগ্রণী প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ।[৫] ২০১৭ সালে দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে ভূগর্ভস্থ তেল ও গ্যাসের মজুত ভাণ্ডার সম্পর্কে নিশ্চিত হয় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।[৫] অনুসন্ধান চালাতে প্রাথমিক ভাবে পাঁচটি কুয়ো খননের পরিকল্পনা করে ওএনজিসি। তবে তৃতীয়টি খোঁড়ার পরেই ২০১৮ সালের ২০ অগস্ট প্রথম গ্যাসের উপস্থিতির বিপুল মজুতের খোঁজ মেলে এবং তার কয়েক দিন পরেই পাওয়া যায় তেলের ভাণ্ডার।[৬]
অশোকনগর তেলক্ষেত্রের খনিজ তেলের গুণগত মান পরীক্ষার জন্য হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের শোধনাগারে প্রায় ৩০,০০০ লিটার অপরিশোধিত তেল পাঠানো হয়। যে তেলের গুণমান অত্যন্ত ভালো ও তা বাণিজ্যিক ভাবে উত্তোলন লাভজনক হবে বলে জানাযায় শোধনাগার থেকে।[৪] এর পরে অশোকনগর তেলক্ষেত্রের বাইগাছিতে বাণিজ্যিক ভাবে খনিজ তেল উত্তোলনের কার্যক্রম শুরু হয়।
অশোকনগরের বাইগাছিতে ২০২০ সালের ২০ ডিসেম্বর বাণিজ্যিক তেল উত্তোলন কেন্দ্রের উদ্বোধন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি রাজ্যের প্রথম তৈলকূপ প্রকল্পকে দেশের উদ্দেশে উৎসর্গ করেন। উদ্বোধনের পরে পশ্চিমবঙ্গের প্রথম খনিজতেলের কুয়ো অশোকনগর-১ কুয়োটি খনিজ তেল উত্তোলন শুরু করে।[৪]
ভূতত্ত্ব
সম্পাদনাএই তেলক্ষেত্রটি বেঙ্গল বেসিনে অশোকনগরে ভূপৃষ্ঠ থেকে ৩.২ কিলোমিটার নীচে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিপুল ভাণ্ডার নিয়ে গঠিত। এখানে যে ভাণ্ডার রয়েছে, তাতে একটি গ্যাসের কুয়ো থেকে প্রতি দিন এক লক্ষ ঘন মিটারের কিছু বেশি গ্যাস ও তেলের কুয়ো থেকে দিনে ১৫-১৮ ঘন মিটার (এক ঘন মিটার = এক হাজার লিটার) অপরিশোধিত তেল উৎপাদন করা সম্ভব।[৬]
খনিজ তেল উত্তোলন
সম্পাদনাতেলক্ষেত্রটি থেকে খনিজ তেল উত্তোলনের জন্য ২০২০ সালে জমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়। ওএনজিসি সূত্রে জানা গেছে আগামী তিন বছরে ৩০টি কুয়ো থেকে তেল ও গ্যাস উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। পরে তেল ও গ্যাস উৎপাদন করার জন্য কুয়ো সংখ্যা বৃদ্ধি করে ১০০টি কুয়ো স্থাপনের পরিকল্পনা রয়েছে।[৬]
শিল্প সূত্রগুলি জানায়, যে উত্তর চব্বিশ-পরগনা জেলার তেল উৎপাদন ব্লকের বাণিজ্যিক উৎপাদন ২০২০-২০২১ অর্থবছরের শেষের আগেই শুরু হতে পারে এবং প্রাথমিক উৎপাদনের পরিমাণ ১২০ ঘনমিটার হতে পারে।[৭]
২০২০ সালের ২০ ডিসেম্বর অশোকনগর তেলক্ষেত্রে বাইগাছি উৎপাদন কেন্দ্রের প্রথম কূপ থেকে তৈল উত্তোলন শুরু হয়।
২০২২ সালের এপ্রিল মাসে অশোকনগরের দৌলতপুর অঞ্চলে আরও একটি কূপ থেকে খনিজ অপরিশোধিত তৈল উত্তোলন শুরু করা হয়। এখানে প্রাপ্ত তৈলকে 'কালো সোনা' নাম দেওয়া হয়।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অবশেষে বিশ্বের তেল মানচিত্রে নিজের জায়গা খুঁজে পেতে চলেছে পশ্চিমবঙ্গ। বেশ কয়েক দশক ধরে এমনই দাবি করে আসছিল তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী সংস্থাগুলি।, জানা গিয়েছে, তেল ও গ্যাস উৎপাদন করার জন্য ১০০টি কুয়ো খনন করা প্রয়োজন। (২০ নভেম্বর ২০২০)। "অশোকনগরে তেলের কুয়ো, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার, রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী"। bangla.hindustantimes.com। হিন্দুস্তান টাইমস বাংলা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ ONGC Ltd has struck gas in a well at Ashoknagar in Bengal's North 24 Parganas district. The PSU has also found gas in the Vindhyan basin in Madhya Pradesh., Category-II basins are those where known accumulation of hydrocarbons are there but no commercial production has been achieved so far. (২০ নভেম্বর ২০২০)। "ONGC sniffs Bengal gas"। www.telegraphindia.com। টেলিগ্রাফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ পশ্চিমবঙ্গের অশোকনগর ও মধ্যপ্রদেশের বিন্ধ্য এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন করতে পারলে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে ভারত।, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। অশোকনগর ছাড়াও মধ্যভারতের বিন্ধ্য অববাহিকাতেও মিলেছে প্রাকৃতিক গ্যাসের খোঁজ। (৮ সেপ্টেম্বর ২০১৮)। "প্রাকৃতিক গ্যাস মিলল অশোকনগরে, জানাল ওএনজিসি"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ ক খ গ দাস, অয়ন (২১ ডিসেম্বর ২০২০)। "অশোকনগরে তেলকূপের ফলে তৈরি হবে চাকরি, স্থানীয়দের অগ্রাধিকার : ধর্মেন্দ্র"। bangla.hindustantimes.com। হিন্দুস্তান টাইমস বাংলা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২০।
- ↑ ক খ গ ধর্মেন্দ্রর দাবি, ‘‘দীর্ঘদিন ধরে পাইলট প্রকল্প চলছিল। ওএনজিসি জানিয়েছে, তেল মিলেছে। সেই নমুনা হলদিয়ার শোধনাগারে (ইন্ডিয়ান অয়েলের) পাঠানো হয়েছে। আশা করছি, শীঘ্রই ওই তেল বাণিজ্যিক ভাবে উত্তোলন করা যাবে। তখন দেশের তেল-মানচিত্রে ঠাঁই পাবে পশ্চিমবঙ্গ। রাজ্যের অর্থনীতিতে নতুন দরজা খুলে যাবে। শীঘ্রই ওখানে যাব।’’ সূত্রের খবর, সব ঠিকঠাক চললে চলতি অর্থবর্ষ শেষের আগেই অশোকনগরে বাণিজ্যিক উত্তোলনের প্রক্রিয়া শুরু হতে পারে।, খানিকটা আঁচ পাওয়া গিয়েছিল আগেই। উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাইলট প্রকল্পে তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পেয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। (২০ নভেম্বর ২০২০)। "অশোকনগরে ইঙ্গিত তেল উত্তোলনেরও"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ ক খ গ উত্তর ২৪ পরগনার অশোকনগরে মাটির তলায় ওএনজিসি যে তেল খুঁজে পেয়েছে, এ মাসের গোড়ায় তা পরীক্ষার জন্য হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের পরিশোধনাগারে পাঠানো হয়।, উত্তর ২৪ পরগনার অশোকনগরে মাটির তলায় ওএনজিসি যে তেল খুঁজে পেয়েছে, এ মাসের গোড়ায় তা পরীক্ষার জন্য হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের পরিশোধনাগারে পাঠানো হয়। (২০ নভেম্বর ২০২০)। "বাংলার তেলে বাণিজ্য-স্বপ্ন কেন্দ্রের"। eisamay.indiatimes.com। এই সময়। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ Red tape and multiple permissions have in the past led to several slippages in the committed timelines. “Tell us, if you need more help,” Pradhan said, asking explorers to give suggestions on improving the regulatory environment., The commercial production of gas from ONGC’s Ashoknagar block is expected to begin soon, bringing Bengal on to the energy map of the country, petroleum minister Dharmendra Pradhan said on Tuesday. (১৮ নভেম্বর ২০২০)। "ONGC to put Bengal on oil map"। www.telegraphindia.com। টেলিগ্রাফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০।
- ↑ দাস, মৈনাক (১৭ এপ্রিল ২০২২)। "অশোকনগরে তেল, গ্যাস উত্তোলন শুরু হলে স্থানীয় বাসিন্দারাই পাবেন চাকরি : ওএনজিস"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।