অল ইন্ডিয়া সেন্টার ফর ট্রেড ইউনিয়ন

অল ইন্ডিয়া সেন্টার ফর ট্রেড ইউনিয়ন ছিল ভারতের কেরলে একটি ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এটি কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টির শ্রমিক শাখা ছিল। এম কে কান্নান এআইসিটিইউ-এর কেরল রাজ্য সভাপতি ছিলেন। জুন ২০০৭ সালে, এআইসিটিইউ হিন্দ মজদুর সভার সাথে একীভূত হয়। সেই সময়ে এআইসিটিইউ ১,৫০,০০০ সদস্য আছে বলে দাবি করেছে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CMP's trade union merges with Hind Mazdoor Sabha"। The Hindu। জুন ২৫, ২০০৭।