অর্ধেন্দু কুমার দে

ভারতীয় রাজনীতিবিদ

অর্ধেন্দু কুমার দে (২৪ মার্চ ১৯৩৮ - ২৭ জুলাই ২০২২) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আসাম সরকারের সেচ ও মৃত্তিকা সংরক্ষণ মন্ত্রী ছিলেন।[১] তিনি ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত কংগ্রেসের- এর সদস্য হিসাবে হোজাই নির্বাচনী এলাকা থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হন। তিনি ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত হোজাই থেকে বিধায়ক হিসাবে পুনঃনির্বাচিত হন। ২০২১ সালের এপ্রিলে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন।[২][৩]

অর্ধেন্দু কুমার দে
সেচ ও মৃত্তিকা সংরক্ষণ মন্ত্রী, আসাম সরকার
কাজের মেয়াদ
৩০ মে ২০১১ – ১৯ জানুয়ারি ২০১৫
পূর্বসূরীনুরজামাল সরকার
উত্তরসূরীভবেশ কলিতা
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৯১ – ২০০৬
পূর্বসূরীশান্তি রঞ্জন দাস গুপ্ত
উত্তরসূরীআদিত্য ল্যাংথাসা
সংসদীয় এলাকাহোজাই
কাজের মেয়াদ
২০১১ – ২০১৬
পূর্বসূরীআদিত্য ল্যাংথাসা
উত্তরসূরীশিলাদিত্য দেব
সংসদীয় এলাকাহোজাই
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৮-০৩-২৪)২৪ মার্চ ১৯৩৮
বদরপুর, আসাম
মৃত্যু২৭ জুলাই ২০২২(2022-07-27) (বয়স ৮৪)
গুয়াহাটি, আসাম, ভারত
রাজনৈতিক দল
দাম্পত্য সঙ্গীMaya Dey (বি. ১৯৬৬)
সন্তান1
মাতাহেমলতা দে
পিতাঅশ্বিনী কুমার দে
প্রাক্তন শিক্ষার্থী
জীবিকাPolitician, physician

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি অশ্বিনী কুমার দে এবং হেমলতা দে-এর ২৪ মার্চ ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি আসামের হোজাইয়ের বাসিন্দা ছিলেন। ১৯৬৬ সালে তিনি মায়া দেকে বিয়ে করেন, যার সাথে তার একটি ছেলে ছিল।[৪]

মৃত্যু এবং প্রতিক্রিয়া সম্পাদনা

তাকে ভর্তি করা হয় গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২৭ জুলাই ২০২২ তারিখে তিনি ৮৪ বছর বয়সে একই হাসপাতালে মারা যান।[৫]

তার মৃতদেহ হোজাইতে তার বাসভবনে নিয়ে যাওয়া হয় যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Desk, Sentinel Digital (২৭ জুলাই ২০২২)। "Guwahati: Former Minister Ardhendu Kumar Dey Passes Away"www.sentinelassam.com 
  2. "Assam Assembly elections: After being denied party ticket, Dr Ardhendu Kumar Dey quits Congress" 
  3. "Senior Congress Leader Ardhendu Dey Quits Party"Pratidin Time। ২৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪ 
  4. "প্রাক্তন মন্ত্ৰী ডা: অর্ধেন্দু দে পত্মী মায়া দে প্রয়াত"Naya Thahor। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৮ 
  5. Time, Pratidin। "Former Assam Minister Ardhendu Kumar Dey No More"Pratidin Time 
  6. Print, The। "Later,His mortal remains were taken to his residence at Hojai where the last rites were performed"The Print .