অরিজিনাল সিন (চলচ্চিত্র)
অরিজিনাল সিন (ইংরেজি: Original Sin) হচ্ছে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত একটি অপরাধমূলক চলচ্চিত্র। এটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যান্টনিও বান্ডারাস। ঔপন্যাসিক কর্নেল উলরিচের ওয়াল্টজ ইনটু ডার্কনেস উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। তাছাড়া চলচ্চিত্রটি ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ট্রুফট চলচ্চিত্র মিসিসিপি মারমেইড এর পুর্ননির্মাণ। এই চলচ্চিত্রটি ও লারা ক্রফ্ট: টুম্ব রেইডার-এর জন্য জোলি ২০০১ সালে গোল্ডেন র্যাস্পবেরি পুরস্কারে, সবচেয়ে বাজে অভিনেত্রী (Worst Actress) হিসেবে মনোনীত হন।
অরিজিনাল সিন | |
---|---|
পরিচালক | মাইকেল ক্রিস্টোফার |
প্রযোজক | ডেনিস ডি নোভি কেট গুইন্জবার্গ ক্যারল লিস |
রচয়িতা | কর্নেল উলরিচ মাইকেল ক্রিস্টোফার |
শ্রেষ্ঠাংশে | অ্যান্টনিও বান্ডারাস অ্যাঞ্জেলিনা জোলি থমাস জেন |
সুরকার | টেরেন্স ব্লানশার্ড |
চিত্রগ্রাহক | রড্রিগো পিয়েত্রো |
মুক্তি | ৩ আগস্ট, ২০০১ (যুক্তরাষ্ট্র) |
স্থিতিকাল | ১১৬ মিনিট/১১৮ মিনিট (সেন্সরবিহীন সংস্করণ) |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪২ মিলিয়ন[১] |
আয় | $৩৬ মিলিয়ন[২] |
কুশীলব
সম্পাদনাশিল্পী | চরিত্র |
---|---|
অ্যান্টোনিও বান্ডারাস | লুইস ভার্গাস |
অ্যাঞ্জেলিনা জোলি | জুলিয়া রাসেল |
থমাস জেন | ওয়াল্টার ডাউন্স |
জ্যাক থম্পসন | অ্যালান জর্ডান |
গ্রেগরি ইটজিন | কর্নেল ওর্থ |
জেমস হ্যাভেন | মঞ্চের প্রথম ব্যক্তি |
মনোনয়ন
সম্পাদনা- গোল্ডেন র্যাস্পবেরি পুরস্কার:
- ওর্স্ট অ্যাকট্রেস (অ্যাঞ্জেলিনা জোলি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Original Sin
- ↑ "Original Sin (2001)"। Box Office Mojo। ২০০২-০৮-২৮। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অরিজিনাল সিন (ইংরেজি)
- অলমুভিতে অরিজিনাল সিন (ইংরেজি)