অরনেট বাজ

পাখির প্রজাতি

অরনেট বাজ (ornate hawk-eagle) ক্রান্তিয় আমেরিকার শিকারি পাখিগুলোর একটি। কেউ কেউ একে ঝোঁটন-বাজ বলে থাকেন। এরা প্রাণবন্ত রঙের জন্য সুপরিচিত।

অরনেট বাজ
একটি বাজ পাখি,Mexico
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা
গোষ্ঠী: ডাইনোসরিয়া (Dinosauria)
গোষ্ঠী: সরিস্কিয়া (Saurischia)
গোষ্ঠী: থেরোপোডা (Theropoda)
গোষ্ঠী: Maniraptora
গোষ্ঠী: আভিয়ালে (Avialae)
শ্রেণি: এভিস (Aves)
বর্গ: Accipitriformes
পরিবার: Accipitridae
গণ: Spizaetus
(দাউদিন, ১৮০০)


নিচে অরনেট বাজের বাসস্থান দেখানো হলো

প্রজাতি: S. ornatus
দ্বিপদী নাম
Spizaetus ornatus
(দাউদিন, ১৮০০)


নিচে অরনেট বাজের বাসস্থান দেখানো হলো

বর্ণনা সম্পাদনা

অর্নেট বাজ মাঝারি আকারের। লিঙ্গভেদে আকার প্রায় একই রকম হয়। সবচেয়ে বড় পুরুষ ঝোঁটন বাজের থেকে সবচেয়ে বড় স্ত্রী ঝোঁটন বাজ ১৩ শতাংশ ছোট হয়। এই প্রজাতিটি এদের গণের ভেতর তুলনামূলকভাবে ছোট। এজটি প্রাপ্ত বয়স্ক ঝোঁটন বাজের দৈর্ঘ্য ৫৬ থেকে ৬৮.৫ সেমি।[১] ওজন ১ কেজির মতো হয়।[২] লেজের থেকে ডানা ছোট হয়। লেজগুলো কালচে হয়।

বাসস্থান সম্পাদনা

ঝোঁটন বাজের বাসস্থান ২ কোটি বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত। সীমানার সর্ব উত্তরে মেক্সিকো এবং সর্ব দক্ষিণে আর্জেন্টিনার ভেরা অবস্থিত।[৩] কলম্বিয়া, ভেনেজুয়েলা, পেরু, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে ইত্যাদি দেশে এদের বাস। মধ্য আমেরিকার পানামাইও এদের দেখা যায়।

প্রজনন সম্পাদনা

অঞ্চলভেদে প্রজোননের সময় ভিন্ন হয়। ঝোঁটন বাজ সাধারণত একটি মাত্র ডিম পাড়ে।[৪][৫][৬][৭] ডিমের রঙ সাদা সাথে কিছুটা বাদামি আভা থাকে। ডিমের আকার (২.৪ থেকে ১.৮) বর্গইঞ্চি হয়। ওজন ৭৫ গ্রাম পর্যন্ত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Howell, S. N., & Webb, S. (1995). A guide to the birds of Mexico and northern Central America. Oxford University Press.
  2. Dunning, John B. Jr., সম্পাদক (২০০৮)। CRC Handbook of Avian Body Masses (2nd সংস্করণ)। CRC Press। আইএসবিএন 978-1-4200-6444-5 
  3. Aranda, M., Burton, A., Iñigo-Elías, E., & Escalante, P. (2009). Registro del águila elegante (Spizaetus ornatus) en la Reserva de la Biosfera sierra de Manantlán, Jalisco-Colima, México. Revista mexicana de biodiversidad, 80(1), 265-268.
  4. Klein, B. C., Harper, L. H., Bierregaard, R. O., & Powell, G. V. (1988). The nesting and feeding behavior of the ornate hawk-eagle near Manaus, Brazil. The Condor, 90(1), 239-241.
  5. Whitacre, D. F., & Jenny, J. P. (2013). Neotropical birds of prey: biology and ecology of a forest raptor community. Cornell University Press.
  6. Lyon, B., & Kuhnigk, A. (1985). Observations on nesting ornate hawk-eagles in Guatemala. Wilson Bulletin, 97(2), 141-147.
  7. Kiff, L. F., & Cunningham, M. (1980). The egg of the Ornate Hawk Eagle (Spizaetus ornatus). Journal of Raptor Research, 14, 51.