অমৃত মাঘেরা

অভিনেত্রী

অমৃত মাঘেরা হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তিনি পেশাদার মডেল থেকে অভিনেত্রী হয়েছিলেন; মূলত তিনি হিন্দি, পাঞ্জাবি এবং ইংরেজি ভাষার চলচ্চিত্রে কাজ করেন।

অমৃত মাঘেরা
২০১৬ সালে অমৃত মাঘেরা
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৩-বর্তমান
ওয়েবসাইটhttp://amritmaghera.com

কর্মজীবন সম্পাদনা

অমৃত তার কর্মজীবন নৃত্যর মাধ্যমে শুরু করেছিলেন, তিনি মার্কিন গায়ক কানইয়ে ওয়েস্ট এবং মার্কিন সঙ্গীত দল গানস অ্যান্ড রোজেসের একটি ভিডিওতে নেচেছিলেন। একদা মুম্বাইয়ে একটি বলিউড চলচ্চিত্রের শুটিং-এ অমৃত গানে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নাচছিলেন, তখন একটি মডেলিং এজেন্সী তাকে কসমেটিক কম্পানি ল্যাকমের সঙ্গে পাঁচ বছরের জন্য ব্র্যান্ড এ্যামব্যাসেডর হিসেবে চুক্তি করায়। ২০১২ সালে তিনি পাকিস্তানি গায়ক ওয়ান পাউন্ড ফিশ ম্যানের গান 'এক পাউন্ড ফিশ'এর ভিডিওতে নাচেন।[১] গানটি তার মডেলিং ক্যারিয়ার লঞ্চ করেছিলো, তিনি বিভিন্ন মানুষ এবং নামীদামী পণ্যের জন্য মডেলিং করার সুযোগ পেয়েছিলেন, যেমনঃ সত্য পাল, মিস সিক্সটি, ল'রিয়াল, স্কেচার্স, নোকিয়া এবং ওলে ছাড়াও অন্যান্য, সঙ্গে সঙ্গে তিনি ফ্যাশন শোতে অংশ নিতেন বিভিন্ন ডিজাইনারের অধীনে যেমন নীতা লুল্লা এবং এলিসন কানুগো।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ম্যাড এ্যাবাউট ড্যান্স' (হিন্দি) ছিলো তার জীবনের প্রথম 'নায়িকা হিসেবে অভিনয় করা' চলচ্চিত্র, একই বছর তার অভিনয় করা একটি পাঞ্জাবি চলচ্চিত্র মুক্তি পায় যার নাম ছিলো 'গোরেয়া না দাফফা কারো'।[২]

২০১৫ সালের এপ্রিলে তিনি ব্রিটিশ-ভারতীয় ইংরেজি চলচ্চিত্র 'অমর, আকবর এবং টনি' চলচ্চিত্রে অভিনয় করেন।[৩]

২০১৫ সালেই তার অভিনয় করা নারীবাদী চলচ্চিত্র 'এ্যাংরি ইন্ডিয়ান গডেসেস' মুক্তি পায় যেটাতে তিনি সারাহ-জেইন ডায়াস, সন্ধ্যা মৃদুল, অনুষ্কা মানচন্দা এবং তন্নিষ্ঠা চ্যাটার্জীর সঙ্গে অভিনয় করেছিলেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Amrit Maghera"। amritmaghera.com। ২২ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 
  2. "Amrit Maghera Goreyan Nu Daffa Karo"। Haathichiti। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 
  3. "Amar Akbar & Tony"। IMDB। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 
  4. "Pan Nalin Directs India's First Female Friendship Film, 'Angry Indian Goddesses'"। India West। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা