গানস অ্যান্ড রোজেস

গানস অ্যান্ রোজেস (ইংরেজি: Guns N' Roses) হল একটি মার্কিন হার্ড রক ব্যান্ড। ১৯৮৫ সালে লস অ্যাঞ্জেলস শহরে এই ব্যন্ডটি গঠিত হয়। এর ক্লাসিক লাইন-আপটি গঠিত হয় ভোকালিস্ট অ্যাক্সেল রোজ, লিড গিটারিস্ট স্ল্যাশ, রিদম গিটারিস্ট ইযি স্টারডিন, বেস ডাফ ম্যাকগান এবং ড্রামার স্টিভেন অ্যাডলারকে নিয়ে। ১৯৮৬ সালে তারা গ্রিফিন রেকর্ডের সাথে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে অ্যাক্সেল রোজই একমাত্র আগের সদস্য হিসেবে ব্যান্ড এ রয়েছে।

গানস অ্যান্ রোজেস এর নতুন বিন্যাস (রন "বাম্বেলফুট" থালরবিন ফিন্ক,টমি স্টিনসন,এক্সি রোজ এবং রিচার্ড ফোর্টাস)

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা