অভিনন্দ

৯ম শতকের সংস্কৃত কবি ও পণ্ডিত

অভিনন্দ ছিলেন ৯ম শতকের সংস্কৃত পণ্ডিত ও কবি।[১][২]

অভিনন্দ
পেশাকবি
ভাষাসংস্কৃত
উল্লেখযোগ্য রচনারামচরিত, যোগবাশিষ্ঠসংক্ষেপ

জীবন ও রচনাবলি সম্পাদনা

অভিনন্দ ছিলেন গৌড়ের অধিবাসী। তিনি বিখ্যাত রামচরিত গ্রন্থের রচয়িতা। চল্লিশ সর্গে রচিত রামচরিতের উপজীব্য রামায়ণ-কাহিনী। এর প্রথম ৩৬টি সর্গ রচনা করেন অভিনন্দ এবং অবশিষ্ট ৪টির রচয়িতা জনৈক ভীম।[১] অভিনন্দ ন্যায়শাস্ত্র এবং সাহিত্যেও সুপন্ডিত ছিলেন। তার রচিত আরেকটি গ্রন্থ হলো যোগবাশিষ্ঠসংক্ষেপ যেটি ৪টি প্রকরণ ও ৪৬টি সর্গে বিন্যস্ত।[২]

তার পিতা শতানন্দও ছিলেন একজন সংস্কৃত কবি। শতানন্দের উদয়সুন্দরীকথা থেকে জানা যায় যে, অভিনন্দ পালবংশীয় যুবরাজ হরবর্ষের সভাকবি ছিলেন। এ হরবর্ষ ও রাজা দেবপালকে কেউ কেউ অভিন্ন মনে করেন। এ সূত্রে অভিনন্দকে নবম শতকের লোক বলে মনে করা হয়।[১] অভিনন্দ তার কাব্যে নিজেকে বাঙালির বংশধর এবং তার পূর্বপুরুষরা গৌড়বাসী ছিলেন বলে আত্মপরিচয় দিয়েছেন। শার্ঙ্গধরের কোষকাব্যেও তার প্রসঙ্গে গৌড়ের কথা আছে।[১]

কাদম্বরীকথাসার গ্রন্থের প্রণেতা আরেকজন অভিনন্দের কথা জানা যায়। যিনি সম্ভবত একাদশ শতাব্দীতে বর্তমান ছিলেন।[২] তিনি কাশ্মীররাজ শঙ্করবর্মার সভাকবি জয়ন্তভট্টের পুত্র ছিলেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. নিখিল রঞ্জন বিশ্বাস (২০১২)। "অভিনন্দ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০ 
  2. সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা সাহিত্য সংসদ। মে ১৯৭৬। পৃষ্ঠা ২২। 

বহিঃসংযোগ সম্পাদনা