অভিকা গোর

ভারতীয় অভিনেত্রী

অভিকা গোর (জন্ম: ৩০ জুন, ১৯৯৭)[] একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত তেলুগু চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে থাকেন। তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক বালিকা বধু-তে আনন্দীর চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তার অভিনীত কয়েকটি সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে উইয়ালা জাম্পালা (২০১৩), সিনেমা চুপিস্থা মাভা (২০১৫) এবং রাজু গারি গাধি ৩ (২০১৯)।

অভিকা গোর
২০২০-সালে অভিকা গোর
জন্ম
অভিকা সমীর গোর

(1997-06-30) ৩০ জুন ১৯৯৭ (বয়স ২৭)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৮ – বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

অভিকা ২০০৮ সালের হিন্দি টেলিভিশন ধারাবাহিক বালিকা বধু দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৩ সালে উইয়ালা জাম্পালা-র মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন। উইয়ালা জাম্পালা চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তিনি তৃতীয় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠা নবাগতা অভিনেত্রী (তেলুগু) বিভাগে সাইমা পুরস্কার অর্জন করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. June 30, India Today Web Desk; June 30, 2016UPDATED। "Avika Gor turns 19, brings in her birthday with Sasural Simar Ka actor Manish Raisinghan?"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা