অভয় বর্মা

ভারতীয় রাজনীতিবিদ
(অভয় ভার্মা থেকে পুনর্নির্দেশিত)

অভয় বর্মা (জন্ম: ১ মে ১৯৭৩) দিল্লির একজন আইনজীবী ও রাজনীতিবিদ যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত। তিনি দিল্লি বিধানসভার একজন বিধায়ক। তিনি ভারতীয় জনতা পার্টির দিল্লি শাখার সহসভাপতি।[১]

অভয় বর্মা
দিল্লি বিধানসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১১ ফেব্রুয়ারি ২০২০
পূর্বসূরীনীতিন ত্যাগী
সংসদীয় এলাকালক্ষ্মীনগর
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-05-01) ১ মে ১৯৭৩ (বয়স ৫০)
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
প্রাক্তন শিক্ষার্থীদিল্লি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.abhayverma.in

প্রারম্ভিক জীবন ও শিক্ষা সম্পাদনা

অভয় বর্মা ১৯৭৩ সালের ১ মে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম বাঙ্কে বিহারী বর্মা ও মায়ের নাম ঊর্মিলা দেবী। তিনি ১৯৯৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন।[৩]

কর্মজীবন সম্পাদনা

অভয় বর্মা ভারতীয় জনতা পার্টির দিল্লি শাখার সহসভাপতি। তিনি ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীনগর থেকে দিল্লি বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন।[৪][৫][৬]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

অভয় বর্মা ২০১১ সালের ৩০ নভেম্বর অমৃতা প্রকাশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[২] তাদের দুই কন্যা আছে।

সমালোচনা সম্পাদনা

উত্তর পূর্ব দিল্লি দাঙ্গা চলাকালে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে অভয় বর্মাকে একটি মিছিলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। মিছিলের জনতাদের "পুলিশ কে হত্যারোকো, গোলিঁ মারোঁ সালোঁ কো" (পুলিশ হত্যাকারীদের গুলি করো) স্লোগান দিতে দেখা গিয়েছিল।[৭] এছাড়া, তাদের "জো হিন্দু হিত কি বাত কারেগা, ওহি দেশ পে রাজ কারেগা" (যারা হিন্দুদের কল্যাণ নিয়ে কথা বলবে, তারাই দেশে ক্ষমতায় থাকবে) স্লোগান দিতে দেখা গিয়েছিল।[৮] এই ঘটনার পর অভয় বর্মা দাবি করেন যে, তার সমর্থকরা নয়, এই স্লোগান তুলেছে সাধারণ জনগণ।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Video of inflammatory slogans at BJP MLA's march surfaces"The Hindu। ২৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "ABOUT ABHAY VERMA"www.abhayverma.in। ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "ABHAY VERMA"www.myneta.info। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Delhi Election Result Winners: Constituency-wise winning candidates of AAP, BJP, Congress"India Today। ১১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "Delhi Election Results 2020: Check full list of winners from AAP, BJP"Business Today। ১১ ফেব্রুয়ারি ২০২০। ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "Delhi election result 2020: Full list of winners constituency wise"The Indian Express। ১২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  7. "Delhi violence: Four video clips that court made cops watch"India Today। ২৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "Riot-hit Northeast Delhi has 1 MP, 7 MLAs but only one has visited his constituency"The Print। ২৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০