অন্যান্য অনগ্রসর শ্রেণি

ভারতের শিক্ষাগত বা সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জাতি

অন্যান্য অনগ্রসর শ্রেণি হল সম্মিলিত শব্দ যা ভারত সরকার শিক্ষাগত বা সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জাতিকে শ্রেণিবদ্ধ করতে ব্যবহার করে। এটি সাধারণ শ্রেণি, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সহ ভারতের জনসংখ্যার বেশ কয়েকটি সরকারী শ্রেণিবিভাগের মধ্যে একটি। ১৯৮০ সালের মণ্ডল কমিশন রিপোর্ট অনুসারে "অন্যান্য অনগ্রসর শ্রেণিরা" দেশের জনসংখ্যার ৫৫% অন্তর্ভুক্ত ছিল এবং ২০০৬ সালে যখন জাতীয় নমুনা জরিপ সংস্থা সংঘটিত হয়েছিল তখন ৪১% নির্ধারণ করা হয়েছিল।[১][২][৩] ভারতে "অন্যান্য অনগ্রসর শ্রেণিদের" সঠিক সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে; এটি সাধারণত বড় বলে অনুমান করা হয়, তবে অনেকেই বিশ্বাস করেন যে এটি মণ্ডল কমিশন বা জাতীয় নমুনা সমীক্ষা দ্বারা উদ্ধৃত পরিসংখ্যানের চেয়ে বেশি।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "OBCs form 41% of population: Survey - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯ 
  2. "OBc count: 52 or 41%?"The Times of India। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "OBCs make up 41% of population: Survey"www.rediff.com। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৯ 
  4. What is India's population of other backward classes?,Yahoo News.

বহিঃসংযোগ সম্পাদনা