অন্নপ্রাশন

হিন্দুধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব

অন্নপ্রাশন, হিন্দুধর্মীয় সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব। দশবিধ শুদ্ধিজনক সংস্কারের অন্যতম একটি হচ্ছে অন্নপ্রাশন। অন্নের প্রাশন বা ভোজনকে অন্নপ্রাশন বলে। সন্তান ভূমিষ্ঠ হবার পর এ উৎসবের আয়োজন করা হয়। সন্তান যদি বালক হয়, তবে ৬ষ্ঠ কিংবা ৮ম মাসে এবং বালিকা হলে ৫ম কিংবা ৭ম মাসে অন্নপ্রাশন করতে হয়। এতে সন্তানের ‍মামার উপস্থিতি বাঞ্ছনীয়। এ উপলক্ষে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রিত আত্মীয়েরা আশীর্বাদ সহযোগে সাধ্যমাফিক উপহার সামগ্রী প্রদান করে।

শিশুর মামা ও মায়ের উপস্থিতিতে অন্নপ্রাশন (শিশুর মুখে প্রথমবার শক্ত খাবার খাওয়ানো) অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে।

আরো দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা