অন্নদাসুন্দরী ঘোষ

বাঙালি কবি

অন্নদাসুন্দরী ঘোষ (১৮৭৩―২০ জুলাই, ১৯৫০) একজন বাঙালি মহিলা কবি। তিনি স্বাধীনতা সংগ্রামী শান্তিসুধা ঘোষের মাতা।[]

বাকেরগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোহনচন্দ্ৰ গুহ ও স্বামী শিক্ষাবিদ, ব্রজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্ৰনাথ ঘোষ। শৈশবকাল থেকে সাহিত্যে অনুরক্তা ছিলেন।[] ১৯-২০ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তাঁর ইতস্তত বিক্ষিপ্ত কবিতাসমূহ তাঁর জ্যেষ্ঠপুত্ৰ অধ্যাপক দেবপ্ৰসাদ ঘোষ সংগ্রহ করে কবিতাবলী নামে একখানি গ্ৰন্থ প্রকাশ করেন ১৯৪০ সালে। কবিতাগুলি সামাজিক পারিবারিক, ব্যক্তিগত ও দেশপ্রেমমূলক শ্রেণীর অন্তর্ভুক্ত।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শান্তিসুধা ঘোষ - Barisalpedia"www.barisalpedia.net.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৪ 
  2. Sāhityika barshapañji। Puśtaka Bipaṇi। ১৯৭৪। 
  3. বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২০। আইএসবিএন 978-8179551356