অনুরাধা শর্মা (ইংরেজি: Dr Anuradha Sarma) আসাম-এর একজন শিক্ষাবিদ, গবেষক এবং সাহিত্যিক। তিনি ২০০২ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় র অসমীয়া বিভাগে অধ্যাপনা করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৭ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভারতীয় ভাষা বিভাগে যোগদান করেন। তাঁর বর্তমান পর্যন্ত ১২ টি প্রবন্ধ সংকলন, ৬ টি সম্পাদিত গ্রন্থ, ৫টি উপন্যাস, ৪টি উপন্যাসিকা, ৩টি নাটক প্রকাশ পেয়েছে। রুদ্রাণী শর্মা তাঁর ছদ্মনাম। নতুন নিনাদ পত্রিকাটিরও তিনি সম্পাদক। [১]

অনুরাধা শর্মা
জন্মনলবারী, নিজপবলা, আসাম
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাগুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া বিভাগে স্নাতকোত্তর৷
বিষয়অসমীয়া সাহিত্য

জন্ম এবং বংশ পরিচয় সম্পাদনা

অনুরাধা শর্মার জন্ম হয় ৭ জানুয়ারি, ১৯৭৩ সালে, নলবারী জেলার নিজপবলা গ্রামে। পিতার নাম গোলোকনাথ শর্মা এবং মায়ের নাম জানকী দেবী।

শিক্ষা সম্পাদনা

গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ। তাঁর ডক্টরেট ডিগ্রীর জন্য নির্বাচিত গবেষণার বিষয়- ‘বাণীকান্ত কাকতিঃ জীবন এবং কৃতি’। [২]

কর্মজীবন সম্পাদনা

অনুরাধা শর্মা ২০০২ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়-এর অসমীয়া বিভাগে অধ্যাপনা করেছিলেন এবং পরবর্তী সময়ে ২০০৭ সালের এপ্রিল মাসে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভারতীয় ভাষা বিভাগে যোগদান করেন।

সাহিত্য চর্চা সম্পাদনা

গ্রন্থ সম্পাদনা

  • বাণীকান্ত কাকতি ও জীবন এবং কৃতি; নভেম্বর ২০১৫ সাল (দ্বিতীয় সংস্করণ), ভবানী বুকস
  • অন্বেষণঃ সাহিত্য এবং চেতনা; ২০১২ সাল, ভবানী প্রিন্ট এন্ড পাব্লিকেশন
  • সংহতি এবং অসমীয়া ভাষা; ২০১২ সাল, ভবানী প্রিন্ট এন্ড পাব্লিশন
  • গরাখহনীয়া; ২০১২ সাল, নিনাদ
  • কালান্তরর কান্ডারী, ২০১৪, চন্দ্র প্রকাশ
  • শৈলী এবং শৈলীবিজ্ঞান, বান্ধব; ২০১৫ সাল (তৃতীয় সংস্করণ), পানবাজার গুয়াহাটি
  • বরেণ্য লেখক বাণীকান্ত কাকতি, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রকাশন বিভাগ, ২০১৫
  • নারী পরিসর; ২০১৫ সাল, বিশাল প্রকাশন
  • সমাজভাষাবিজ্ঞান পরিচয়; মে' ২০১৬ সাল, বান্ধব
  • সাহিত্যর সত্তানুসন্ধানঃ মাটি থেকে জাতিলৈ; জুন ২০১৮ সাল, রেখা প্রকাশন
  • তুলনাত্মক ভারতীয় সাহিত্য প্রকল্প এবং প্রয়ােগ; ছেপ্টেম্বর ২০১৮ সাল, চন্দ্র প্রকাশ
  • Banikanta Kakati, Makers of Indian Literature, Published by Sahitya Akademi, 2016

সম্পাদিত গ্রন্থ সম্পাদনা

  • ভাষাবিজ্ঞান পারিভাষিক কোষ (যৌথভাবে); জানুয়ারি ২০০৮ সাল, অসমীয়া বিভাগ, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
  • মুক্তিদেউলর রূপকার (যৌথভাবে); ডিসেম্বর ২০০৮ সাল, জ্যোতি প্রকাশন
  • আধুনিকতার অধিনায়ক সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবরুয়া, ২০১৪ সাল, জ্যোতি প্রকাশন
  • আসাম বিদ্যা, ২০১৫ সাল, নিনাদ
  • মানবতার সপক্ষে সংকীর্ণতার বিপক্ষে এমুঠি অসমীয়া গল্প; ২০১৭ সাল, অসমীয়া সাহিত্য সম্মিলনী
  • সারস্বত সাধক সত্যেন্দ্রনাথ শর্মা (যৌথভাবে); নভেম্বর ২০১৬ সাল, আধুনিক ভারতীয় ভাষা এবং সাহিত্য অধ্যয়ন বিভাগ, গুয়াহাটি

সৃষ্টিশীল রচনা সম্পাদনা

অনুরাধা শর্মা সৃষ্টিশীল রচনা করেন রুদ্রাণী শর্মা নামে। তাঁর প্রকাশিত উপন্যাস-

  • উত্তরকাল; ২০১৪ সাল, আঁকবাক[৩]
  • দমিতার দস্তাবেজ; ২০১৫ সাল, জ্যোতি প্রকাশন
  • লৌহিত্য তীরর অমৃত গাথা; ২০১৬ সাল, বিশাল প্রকাশন
  • পাণবজারর পান্ডুলিপি; ২০১৭ সাল, চন্দ্র প্রকাশ
  • কাঁহিবুনের মালিতা; ২০১৮ সাল, পূর্বায়ণ[৪]

নাটক সম্পাদনা

  • জনকনন্দিনী
  • লালচুর্ণী
  • কালচক্র

পুরস্কার এবং সম্মান সম্পাদনা

  • মাতঙ্গিনী হাজেরা মহিলা সচেতনতা পুরস্কার, ২০১৭
  • শ্বহীদ ওমর আলী ভাষা সম্মান, ২০১৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. মুক্তি দেউলর রূপকার, সম্পাদক-অনুরাধা শর্মা, দিলীপ বরা, জ্যোতি প্রকাশন, ২০০৯, পৃষ্ঠা-১৭৫
  2. মুক্তি দেউলর রূপকার, পৃষ্ঠা-১৭৫
  3. নন্দ সিং বরকলা:উত্তরকাল:অনবদ্য বর্ণনশৈলীর অনুপম উপন্যাস,পৃষ্ঠা 107-108,গরীয়সী,জুলাই 2014
  4. জয়ন্ত দত্ত,গীতাশ্রী শইকীয়া (সম্পাদনা): একবিংশ শতকের অসমীয়া উপন্যাস,আসাম বুক ট্রাস্ট