অনিন্দ্য সিনহা

ভারতীয় পদার্থবিজ্ঞানী

অনিন্দ্য সিনহা হলেন একজন ভারতীয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি ভারতের বেঙ্গালুরু অবস্থিত ভারতীয় বিজ্ঞান সংস্থা সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্সে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।[১]

অনিন্দ্য সিনহা
জাতীয়তাভারতীয়
পুরস্কারআইসিটিপি পুরস্কার, বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

সিনহা কলকাতার এর ডন বস্কো পার্ক সার্কাস থেকে মাধ্যমে পড়াশোনা শেষ করেন। তিনি তার বি.এসসি. করেন ১৯৯৯ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ সিএএসএম এবং পিএইচডি সম্পূর্ণ করেন। সিনহা বিএসসিতে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত ডিগ্রীর তৃতীয় অংশের জন্য মেহেউ পুরস্কার জিতেছেন। তার পিএইচডি উপদেষ্টা হিসেনে ছিলেন অধ্যাপক মাইকেল গ্রিন। তিনি কান্দি রাজ পরিবারের সদস্য ছিলেন এবং প্রয়াত অতীশ চন্দ্র সিনহার পুত্র ছিলেন।

কর্মজীবন সম্পাদনা

সিনহা কর্মজীবন শুরু করেন ভারতের বেঙ্গালুরু অবস্থিত ভারতীয় বিজ্ঞান সংস্থা সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্সের একজন অধ্যাপক হিসেবে।[২] তিনি ২০২০ সালে রামানুজন ফেলোশিপ লাভ করেন।[৩] সিনহা ২০১৬ সালে আইসিটিপি পুরস্কার জিতেছেন।[৪] কোয়ান্টাম ফিল্ড থিওরি এবং স্ট্রিং থিওরি, বিশেষ করে কনফর্মাল বুটস্ট্র্যাপ এবং এনট্যাঙ্গলমেন্ট এনট্রপির বিষয়ে তার প্রভাবশালী কাজের জন্য তিনি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০১৯ সালে লাভ করেন।[৫] সিনহা কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের সি-থিওরেমের উপর রব মায়ার্সের সাথে তার কাজের জন্য পরিচিত হোন।[৬] সিনহা এবং তাঁর স্ত্রী, উর্বসী সিনহা, রমন রিসার্চ ইনস্টিটিউটের (আরআরআই) অধ্যাপক, একই এলাকায় কর্মরত আরআরআই-এর অন্যান্য বিজ্ঞানীদের সাথে একটি টেবিলটপ পরীক্ষা স্থাপন করেন যা বিজ্ঞানীদের প্রথম সুযোগ দেবে একটি বাঁকানো পথে ছিদ্রের মধ্য দিয়ে কণাগুলির চলাচলের সম্ভাবনা পরিমাপ করার।[৭] পরবর্তীকালে তিনি এই ভবিষ্যদ্বাণী পরীক্ষামূলকভাবে যাচাই করা হয়েছে।[৮] [৯]

গবেষনার আগ্রহ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aninda Sinha"। Perimeter Institute for Theoretical Physics। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  2. Aninda Sinha Ramanujan Fellows profiles, Science and Engineering Research Board, Department of Science & Technology, Government of India. Accessed August 25, 2016
  3. "Indian Institute of Science Bags 5 of 11 Fellowships"The Indian Express। ৩১ মার্চ ২০১৫। ৩১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৬ 
  4. [১] ICTP Prize 2016,
  5. [২] Shanti Swarup Bhatnagar Prize (SSB) for Science and Technology 2019 List of recipients
  6. Myers, Robert C; Sinha, Aninda (২০১১), "Holographic c-theorems in arbitrary dimensions", Journal of High Energy Physics, 2011, পৃষ্ঠা 125, arXiv:1011.5819 , এসটুসিআইডি 17182624, ডিওআই:10.1007/JHEP01(2011)125, বিবকোড:2011JHEP...01..125M 
  7. "Indians attempt quantum clean-up - Experiment to right old error"The Telegraph India। ২৫ আগস্ট ২০১৪। ২৭ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৬ 
  8. Magaña-Loaiza, Omar S.; De Leon, Israel; Mirhosseini, Mohammad; Fickler, Robert; Safari, Akbar; Mick, Uwe; McIntyre, Brian; Banzer, Peter; Rodenburg, Brandon (২০১৬), "Exotic looped trajectories of photons in three-slit interference", Nature Communications, 7, পৃষ্ঠা 13987, arXiv:1610.08585 , এসটুসিআইডি 7288366, ডিওআই:10.1038/ncomms13987, পিএমআইডি 28008907, পিএমসি 5196392 , বিবকোড:2016NatCo...713987M 
  9. Rengaraj, G.; Prathwiraj, U.; Narayan Sahoo, Surya; Somashekhar, R.; Sinha, Urbasi (২০১৬), Measuring the deviation from the superposition principle in interference experiments, arXiv:1610.09143 , বিবকোড:2016arXiv161009143R