অট্টো ওয়ারবুর্গ
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
অট্টো হাইনরিখ ওয়ারবুর্গ একজন জার্মান শারীরতত্ত্ববিদ এবং ডাক্তার। তিনি ১৯৩১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
অট্টো হাইনরিখ ওয়ারবুর্গ | |
---|---|
![]() অট্টো হাইনরিখ ওয়ারবুর্গ | |
জন্ম | ফ্রেইবুর্গ, Baden, জার্মান সাম্রাজ্য | ৮ অক্টোবর ১৮৮৩
মৃত্যু | ১ আগস্ট ১৯৭০ বার্লিন, পশ্চিম জার্মানি | (বয়স ৮৬)
জাতীয়তা | জার্মান |
কর্মক্ষেত্র | সেল বায়োলজি |
প্রতিষ্ঠান | কাইজার উইলহেল্ম ইন্সটিটিউট ফর বায়োলজি |
প্রাক্তন ছাত্র | হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | হারম্যান এমিল ফিসার Ludolf von Krehl |
পরিচিতির কারণ | Pathogenesis of cancer Warburg effect |
উল্লেখযোগ্য পুরস্কার | Iron Cross 1st class (1918) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩১) Pour le Mérite (Civil Class) (1952) ফেলো অব দ্য রয়েল সোসাইটি[১] |
জীবনীসম্পাদনা
ওয়ারবুর্গ হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন থেকে ১৯০৬ সালে ডক্টর অব কেমিস্ট্রি ডিগ্রি লাভ করেন। তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ১৯১১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি ১৯১৮ সালে কাইজার উইলহেল্ম ইন্সটিটিউট ফর বায়োলজি এর অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;frs
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি