অটল বিহারী বাজপেয়ী চিকিৎসা বিশ্ববিদ্যালয়

অটল বিহারী বাজপেয়ী চিকিৎসা বিশ্ববিদ্যালয় (এবিভিএমইউ) হল ভারতের উত্তরপ্রদেশ অঙ্গরাজ্যের লখনউ শহরের একটি রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়।[১] এটি লখনউয়ের বিভূতি খন্ডের একটি ট্রানজিট ক্যাম্পাস থেকে খোলা হয়েছিল[২] এবং উত্তরপ্রদেশ রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি মেডিকেল, ডেন্টাল, প্যারামেডিক্যাল ও নার্সিং কলেজের অধিভুক্তি প্রদান করে। এটি ২০১৮ সালের নং ৪২ উত্তরপ্রদেশ আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার বছর হিসাবে ২০২০ সালকে বিবেচনা করা হয়, উক্ত বছরে প্রথম উপাচার্যের নিয়োগ হয়েছিল।[৩][৪][৫]

অটল বিহারী বাজপেয়ী চিকিৎসা বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যআরোগ্যমেব অটল অমৃতম্
বাংলায় নীতিবাক্য
স্বাস্থ্য অনিবার্য অমৃত
ধরনরাজ্য বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০২০
আচার্যউত্তরপ্রদেশের রাজ্যপাল
উপাচার্যএ.কে. সিং
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
ওয়েবসাইটabvmuup.edu.in
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৮ সালের দিকে আলোচনা হয়েছিল এবং নির্মাণ কাজ ২০১৯ সালে শুরু হয়েছিল। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের ২৫শে ডিসেম্বর ভিত্তি স্থাপন করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি তার প্রাথমিক পর্যায়ে ২০২০ সালের মাঝামাঝি নাগাদ খোলা হবে বলে আশা করা হয়েছিল, যা ২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারীর কারণে এক বছরের জন্য স্থগিত ছিল। এটি ২০২১-২২ শিক্ষাবর্ষে লখনউতের একটি ট্রানজিট ক্যাম্পাস বিভূতি খন্ড থেকে সম্পূর্ণরূপে কার্যকরী হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়টি ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে উত্তর প্রদেশের সমস্ত মেডিকেল, ডেন্টাল, নার্সিং ও প্যারামেডিক্যাল কলেজকে অধিভুক্ত করেছিল এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য অধিভুক্ত প্যারামেডিক্যাল ও নার্সিং কলেজগুলির জন্য প্রবেশিকা পরীক্ষাও পরিচালনা করেছিল।

প্রথম পর্যায়ে, বিশ্ববিদ্যালয়ের একটি অত্যাধুনিক অডিটোরিয়াম ও প্রশাসনিক ব্লক রাখার জন্য সম্পূর্ণ পরিকাঠামো থাকবে। দ্বিতীয় ধাপে একটি হাসপাতাল ও শিক্ষার সুবিধা গঠন করা হবে। রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগ প্রধান নির্মাণ সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছে এবং পিডব্লিউডি হল প্রকল্পের কেন্দ্রীয় সংস্থা। [৬]

দৃষ্টি সম্পাদনা

সমস্ত স্বাস্থ্যসেবা কর্মীদের ব্যাপক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রদানের জন্য সেরা চিকিৎসা কেন্দ্রগুলির মধ্যে একটি হতে হবে।[৭]

মিশন সম্পাদনা

পর্যাপ্ত প্রশিক্ষিত জনশক্তি প্রদানের মাধ্যমে সমাজের সেবা করা, যা প্রতিরোধ থেকে প্রাথমিক পরিচর্যা থেকে শুরু করে তৃতীয় পরিচর্যা পর্যন্ত স্বাস্থ্যের প্রয়োজন মেটাতে সক্ষম হয়।[৭]

পাঠ্যধারাগুলি সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি ৪.৬ বছরের এমবিবিএস কোর্স + ১ বছরের ইন্টার্নশিপ, ৪ বছরের ডেন্টাল কোর্স + ১ বছরের ইন্টার্নশিপ, যথাক্রমে ৩ ও ৪ বছরের প্যারামেডিক্যাল কোর্স এবং ২-৪ বছরের নার্সিং কোর্স প্রদান করে।[৮] থেকে ভর্তি ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছিল।

উপাচার্যগণ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, প্রথম উপাচার্যের মেয়াদ হবে মাত্র দুই বছর; এরপর প্রত্যেক উপাচার্যগণ তিন বছরের মেয়াদে নিযুক্ত হবেন। [৯]

উপাচার্যদের তালিকা সম্পাদনা

  • এ কে সিং (২০২০-বর্তমান)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Archived copy" (পিডিএফ)। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  2. "State University list"www.ugc.ac.in। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২১ 
  3. "Archived copy"। ১৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 
  4. "अटल बिहारी वाजपेयी चिकित्सा विवि की स्थापना का रास्ता साफ, विधेयक पास- Amarujala"Amar Ujala। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ 
  5. "राज्यपाल ने 'अटल बहार वाजपेयी चकत्सा वश्ववद्यालय उर प्रदेश वधेयक 2018' पर अपनी सहमत प्रदान क" (পিডিএফ)Upgovernor.nic.in। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ 
  6. Mishra, Subhash; Lalch, Neha (ডিসেম্বর ২২, ২০১৯)। "It's a lotus: Atal Bihari Vajpayee Medical University in Lucknow"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭ 
  7. "Atal Bihari Bajpayee Medical University UP"abvmuup.edu.in। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭ 
  8. Roy, Pooja (২০২১-১০-১৩)। "Atal Bihari Vajpayee Medical University Lucknow 2021-22: Nursing Admission, Courses, Fees, Cutoff & More!"Edufever (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৭ 
  9. "Archived copy" (পিডিএফ)। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা