অজিত বসু
অজিত বসু (জন্ম ১৯০৯―মৃত্যু ১৩ জানুয়ারি ১৯৮০) একজন বাঙালি সাম্যবাদী বিপ্লবী, কৃষক আন্দোলনের নেতা ছিলেন।
অজিত বসু | |
---|---|
জন্ম | ১৯০৯ |
মৃত্যু | ১৩ জানুয়ারি ১৯৮০ |
আন্দোলন | জমিদার বিরোধী আন্দোলন |
কৃষক আন্দোলন
সম্পাদনাঅজিত বসু হুগলি জেলার জেলার বড়া কমলাপুর এলাকায় কমিউনিস্ট আন্দোলনের প্রথম দিকের নেতা। স্থানীয় বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৪৮ এ মূলত তারই নেতৃত্বে সিঙ্গুর থানা এলাকা জুড়ে অত্যাচারী জমিদার জোতদারদের বিরুদ্ধে জংগী কৃষক অভ্যুত্থান ঘটে। এই আন্দোলনে কমলাপুরের কৃষক কার্তিক ধাড়া ও গুইরাম মন্ডলের মৃত্যু হয় পুলিশের আক্রমনে। অজিত বসুকে হুগলি জেলে বন্দী রাখা হয়।[১] পূর্নেন্দু পত্রীর তেভাগা সংক্রান্ত লেখা 'বড়া কমলাপুর' এ অজিত বসুর কথা উল্লেখ আছে।[২]
কমিউনিস্ট পার্টিতে
সম্পাদনাকমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন ১৯৩৫ সালে। ১৯৬৪ তে পার্টি ভাগ হলে তিনি সি পি আই দলের হুগলি জেলা সম্পাদক হন।[৩] তিনি তার যাবতীয় সম্পত্তি পার্টিকে দান করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সমীর কুমার গুপ্ত (এপ্রিল ২০১০)। আমার জীবনবোধ। কলকাতা: মিলেমিশে।
- ↑ পূর্নেন্দু পত্রী, অন্য গ্রাম অন্য প্রান (১৯৯৮)। বড়া কমলাপুর। কলকাতা: থীমা। পৃষ্ঠা ৩৩। আইএসবিএন 81-86017-12-7।
- ↑ প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬। আইএসবিএন 81-85626-65-0।