অগ্রমস্তিষ্ক

(অগ্র মস্তিষ্ক থেকে পুনর্নির্দেশিত)

মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কে,অগ্র মস্তিষ্ক বা প্রসেনসেফালন মস্তিষ্কের সবচেয়ে সামনের অংশ।অগ্র মস্তিষ্ক,মধ্য মস্তিষ্কপশ্চাৎ মস্তিষ্ক ভ্রূণীয় কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র এর অংশ।এটি শরীরের তাপমাত্রা,প্রজনন,খাওয়া,ঘুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে।

অগ্র মস্তিষ্ক (প্রসেনসেফালন)
মেরুদণ্ডী ভ্রূণের বিভাজন প্রদর্শনকারি মস্তিষ্ক।এই বিভাজনগুলি পরবর্তীকালে অগ্র মস্তিষ্ক,মধ্য মস্তিষ্কপশ্চাৎ মস্তিষ্কতে রূপান্তরিত হয়।
শনাক্তকারী
মে-এসএইচD016548
নিউরোনেমস27
নিউরোলেক্স আইডিbirnlex_1509
টিএ৯৮A14.1.03.006
টিএ২5416
টিইTE {{{2}}}.html EE5.14.1.0.2.0.10 .{{{2}}}{{{3}}}
এফএমএFMA:61992
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

এর দুটি অংশ। আন্তরমস্তিষ্ক (থ্যালামাস,অধিথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস অবথ্যালামাসপ্রিটেকটাম) এবং টেলেনসেফালন(সেরেব্রাম)। সেরেব্রাম সেরেব্রাল কর্টেক্সবেসাল গ্যাংলিয়া নিয়ে গঠিত।

জরায়ুতে অবস্থানের ৮ম সপ্তাহে অগ্র মস্তিষ্ক ডান ও বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারে বিভক্ত হয়।

অগ্রমস্তিষ্কের অংশ

সম্পাদনা

অগ্রমস্তিষ্ক ৩ভাগে বিভক্ত ৷ যথা:সেরেব্রাম,থ্যালামাসহাইপোথ্যালামাস[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. R., König, Joachim F. (1986, ©1963)। The rat brain : a stereotaxic atlas of the forebrain and lower parts of the brain stem। R.E. Krieger Pub. Co। আইএসবিএন 0882750348ওসিএলসি 13009225  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)