অগ্নিয়গিরিজাত শিলা আন্ডেসাইটপ্রায়


আগ্নেয়গিরিজাত শিলা অ্যান্ডেসাইট প্রায় ৫৫% সিলিকা ধারণকারী একটি কালোঅগ্নি শিলা বা ব্ল্যাক স্টোন। এটাতে সিলিকা ধারণের পরিমাণ ব্যাসল্ট এবং আন্ডেসাইটের শতাংশ থেকে স্বতন্ত্র। আগ্নেয়গিরিজাত শিলা আন্ডেসাইটে খনিজ অলিভিন, এওগিট এবং প্লাগইওক্লেস অন্তর্ভুক্ত.[১] আগ্নিয়গিরিজাত শিলা অ্যান্ডেসাইট বিশ্বজুড়ে সব আগ্নেয়গিরিতে পাওয়া যায়, সেন্ট্রাল আমেরিকাসহ[২] এবং দক্ষিণ আমেরিকার আন্দিজ.[৩] এই বহু মূল্যবান শিলা পাওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি।

নির্ঝর রেঞ্জের কালো আগ্নেয় শিলা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Glossary for the Geology of Mount Shasta"। ১৪ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  2. Jordan, B.R.; Sigurdsson, H.; Carey, S.; Lundin, S.; Rogers, R.D.; Singer, B.; Barquero-Molina, M. (২০০৭)। "Petrogenesis of Central American Tertiary ignimbrites and associated Caribbean Sea tephra"। Mann, Paul। Geologic and tectonic development of the Caribbean plate boundary in northern Central America। Geological Society of America। পৃষ্ঠা 161। 
  3. Kay, Suzanne Mahlburg; Copeland, Peter (২০০৬)। "Early to middle Miocene backarc magmas of the Neuquén Basin: Geochemical consequences of slab shallowing and the westward drift of South America"। Kay, Suzanne Mahlburg; Ramos, Victor A.। Evolution of an Andean margin: a tectonic and magmatic view from the Andes to the Neuquén Basin (35 degrees-39 degrees S lat)। Geological Society of America। পৃষ্ঠা 209।