অগত্যা

সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি বিখ্যাত মাসিক পত্রিকা যা ঢাকা থেকে প্রকাশিত হতো

অগত্যা প্রাক্তন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশের) ঢাকা থেকে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক একটি বিখ্যাত মাসিক বাংলা পত্রিকা। পূর্ব পাকিস্তানের সমাজের নানা অসঙ্গতি উপজীব্য করে লেখা ব্যঙ্গ-বিদ্রূপাত্মক রচনা প্রকাশ করা ছিল পত্রিকাটির বৈশিষ্ট্য। বাংলা ১৩৫৬ অব্দ থেকে ১৩৫৯ অব্দ (১৯৪৯ - ১৯৫২) পর্যন্ত পত্রিকাটি চালু ছিল। পত্রিকাটি আংশিকভাবে প্রতিষ্ঠা করেন প্রবীণ সাংবাদিক মাহবুব জামাল জাহেদী। ১৯৪৯ খ্রিষ্টাব্দে এই পত্রিকার সম্পাদক ছিলেন বিখ্যাত সাংবাদিক, উপস্থাপক ফজলে লোহানী[১] এই পত্রিকা প্রকাশে তার ভাই ফতেহ লোহানীর অবদান ছিল উল্লেখযোগ্য।[১]

অগত্যা
ধরনমাসিক ম্যাগাজিন
প্রতিষ্ঠাতামাহবুব জামাল জাহেদী
ফজলে লোহানী
প্রধান সম্পাদকমাহবুব জামাল জাহেদী
প্রতিষ্ঠাকাল১৯৪৯ (1949)
ভাষাইংরেজি
সদর দপ্তরঢাকা

পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মাসিক ‘অগত্যা’ প্রগতিশীল প্রতিবাদী ভূমিকা পালন করে।[২] পত্রিকাটিকে কৃতিত্ব দিয়ে হায়াত সাইফ বলেন এটি "১৯৫০-এর দশকের প্রথম দিকের ঢাকায় প্রগতিশীল সাহিত্য ও সামাজিক চিন্তাধারার প্রবণতা ও মান নির্ধারণে একটি ভূমিকা" রেখেছিল।[৩] এর রাজনৈতিক ব্যঙ্গাত্মক রচনাবলি অল্প সময়ের ভেতর সমাজসচেতন পাঠকদের মাঝে আলোড়ন সৃষ্টি করে। এক সময় ‘অগত্যা’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে। ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব দেখে তদানীন্তন পাকিস্তান সরকার এর প্রকাশনা নিষিদ্ধ করে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. অনুপম হায়াৎ (২০১২)। "লোহানী, ফজলে"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. প্রতিবেদক, নিজস্ব (১০ মে ২০২০)। "'আমরাই ছিলাম কুশীলবের ভূমিকায়'"প্রথম আলো 
  3. "Hayat Saif: The Situation in the Poetry of Bangladesh"। ২২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  4. "ফজলে লোহানী সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পথিকৃৎ"যুগান্তর। ২৮ অক্টোবর ২০১৬।