ওজগে গুরেল

তুর্কি অভিনেত্রী
(Özge Gürel থেকে পুনর্নির্দেশিত)

ওজগে গুরেল (তুর্কি: Özge Gürel; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৭) একজন তুর্কি অভিনেত্রী।[১] তিনি দলুনায়, বে ইয়ানলিশ প্রভৃতি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

ওজগে গুরেল
জন্ম (1987-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ৩৭)
ইস্তাম্বুল, তুরস্ক
নাগরিকত্ব তুরস্ক
শিক্ষাবেয়কেন্ত বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১০–বর্তমান
সঙ্গীসেরকান চায়োগলু

জীবন সম্পাদনা

রুশ এবং তুর্কি বংশোদ্ভূত ওজগে গুরেল৫ ফেব্রুয়ারি ১৯৮৭ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন।[২] তার বাবা রুশ বংশোদ্ভূত এবং তার মাতৃ পরিবার থেসালোনিকি থেকে তুর্কি অভিবাসী ছিলেন।[৩][৪] উচ্চ বিদ্যালয় শেষ না হওয়া পর্যন্ত তিনি তুরস্কের সিলিভরিতে বসবাস করতেন। গুরেল প্রাথমিকভাবে বেয়কেন্ত বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অধ্যয়ন করেছিলেন, কিন্তু তিনি এই পড়াশোনা শেষ করেননি। এরপর তিনি অভিনয় ও অভিনয় পরিচালনা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেন।[৫][৬]

কিযিম নেরদে?-এর "জেইনেপ" চরিত্রের মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখেন গুরেল। ২০১৪ সালে তিনি চেরি সিজন নাটকে তার প্রেমিক সেরকান চায়োগলুর সাথে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয় করে সাফল্য পান। গুরেল এর আফফেত গানের ক্লিপটি ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৬-২০১৭ সালে, কিরাজ মেভসিমি ইতালির অন্যতম বিখ্যাত চ্যানেল ক্যানেল ৫-এ সম্প্রচারিত হয়েছিল এবং এটি ইতালীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রথম তুর্কি টিভি সিরিজ ছিল। ইতালিতে প্রকাশিত সিরিজের প্রধান অভিনেতা সেরকান চায়োগলু এবং ওজগে গুরেল কে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ২০১৭ সালে টিভি সিরিজ য়িলদিলযার শাহিদিম-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এবং গুরেল ২০১৭ সালে সহ-অভিনেতা জন ইয়ামানের সাথে দলুনায়ে "নাজলি পিনার আসলান"-এর প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০২০ সালে, গুরেল জন ইয়ামানের বিপরীতে তুর্কি সিরিজ বে ইয়ানলিশ (মিস্টার রঙ) এজগির প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন।[৭][৮]

চলচ্চিত্র সম্পাদনা

চলচ্চিত্র
বছর শিরোনাম ভূমিকা টীকা
২০১৪ বিজুম হোকা কার্ডেলেন
২০১৭ অর্গানিক আশক হিকায়েরলি দেমেট প্রধান চরিত্র
২০১৭ ইলক ওপুজুক বাহার প্রধান চরিত্র
২০১৮ বোরু গোকচে দেমির পার্শ্ব চরিত্র
২০১৯ আন্নেম নাজলি প্রধান চরিত্র
২০২০ কার কিরমিযি তাজেগুল প্রধান চরিত্র
টেলিভিশন
বছর শিরোনাম ভূমিকা টীকা
২০১০-২০১১ কিযিম নেরদে? জেইনেপ দেমিরে প্রধান চরিত্র
২০১১ ভে ইনসান আলদান্দি দেরিয়া পার্শ্ব চরিত্র
২০১২ হুজুর সোকাগি মেলিসা অতিথি উপস্থিতি
২০১৩-২০১৪ মুহতেসেম ইয়ুজিল (বাংলায়, সুলতান সুলেমান নামে ডাবিংকৃত) রানা হাতুন অতিথি উপস্থিতি
২০১৪ মেদজেজির আদা পার্শ্ব চরিত্র
২০১৪-২০১৫ কিরাজ মেভসিমি ওয়কু আজার ডিঞ্চার প্রধান চরিত্র
২০১৭ য়িলদিলযার শাহিদিম হাজিরান প্রধান চরিত্র
২০১৭ দলুনায় নাজলি প্রধান চরিত্র
২০১৮ বোরু গোকচে ডেমির অতিথি উপস্থিতি
২০১৮-২০১৯ মুহতেশেম ইকিলি নীলুফার প্রধান চরিত্র
২০২০ বে ইয়ানলিশ ইজগি ইনাল প্রধান চরিত্র
২০২২- হায়াল্লার ভে হায়াতলার দিকল আইদিন প্রধান চরিত্র

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Who is Özge Gürel, the Nazli of Dolunay?"হুররিয়েত (তুর্কি ভাষায়)। 
  2. "Ozge Gurel Kimdir"CNN Türk। ১৮ জানুয়ারি ২০১৫। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  3. "It's not red lipstick or heeled shoe we call sexapel, it's demeanor."Hürriyet (তুর্কি ভাষায়)। 
  4. "Annem Selanik göçmeni ev hanımı, babam Çerkes."। ১৬ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "'Serkan Cayoglu Ozge Gurel"Hürriyet। ২৫ ডিসেম্বর ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  6. "Ozge Gurel Height, Weight, Age, Net Worth, Dating, Bio, Facts"Celebs (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৯ 
  7. Haley। "Can Yaman and Özge Gürel to reunite in "Bay Yanlış""dizilah.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭ 
  8. "FOX | Özge Gürel kimdir? Bay Yanlış dizisinin Ezgi İnal karakteri"www.fox.com.tr (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা