'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান

'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: 'phags pa dge legs rgyal mtshan) (১৭২০-১৭৯৯) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের চতুর্থ ঝি-বা-ল্হা (ওয়াইলি: zhi ba lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) বাইশতম প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান ১৭২০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের ব্রাগ-গ্যাব-গা'উ-শোদ-ম্দো (ওয়াইলি: brag gyab ga'u shod mdo) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ও-র্গ্যান-ব্ক্রা-শিস (ওয়াইলি: O rgyan bkra shis) এবং মাতার নাম ছিল শুগ-থাং-দ্বোন-মো (ওয়াইলি: shug thang dbon mo)। ১৭২৪ খ্রিষ্টাব্দে তাকে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ব্কা'-ব্চু-পা-ব্লো-ব্জাং-ত্শে-রিং (ওয়াইলি: bka' bcu pa blo bzang tshe ring) নামক এক ভিক্ষুর নিকট শিক্ষাগ্রহণ শুরু করেন। গ্যুমে তান্ত্রিক মহাবিদ্যালয়ের তৎকালীন প্রধান ঙ্গাগ-দ্বাং-ম্ছোগ-ল্দান (ওয়াইলি: ngag dbang mchog ldan) তাকে শিক্ষার্থীর শপঅথ এবং যমান্তক ও চক্রসম্বর তন্ত্র সম্বন্ধে শিক্ষাদান করেন। 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jigs med bstan pa'i rgya mtsho) নামক ষষ্ঠ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা তার সর্বসাপেক্ষা উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। একুশ বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং দশ বছর ঐ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করেন। ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) উপাধিধারী লামা তাকে ভিক্ষুর শপথ এবং লাম-রিম-ছেন-মো, গুহ্যসমাজতন্ত্র, ছেদ সাধনা, মহাকরুণিকা প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করেন। পঞ্চম পাঞ্চেন লামাসপ্তম দলাই লামা তাকে যমান্তক, মধ্যমক, চক্রসম্বর তন্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষাদান করেন। ১৭৫৪ খ্রিষ্টাব্দে ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের একুশতম প্রধান জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো মৃত্যুবরণ করলে চিং সম্রাটের নির্দেশে ১৭৫৬ খ্রিষ্টাব্দে তিনি এই বিহারের পরবর্তী প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। তিনি সপ্তম 'ফাগ্স-পা-ল্হা হিসেবে 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পোকে এবং জীবনের অন্তিম চরণে অষ্টম 'ফাগ্স-পা-ল্হা হিসেবে ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মাকে চিহ্নিত করেন। ১৭৭৬ খ্রিষ্টাব্দে তিনি বিহারের প্রধান হিসেবে 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পোকে অধিষ্ঠিত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (জুলাই ২০১০)। "The Fourth Zhiwa Lha, Pakpa Gelek Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১১ 
পূর্বসূরী
ঝি-বা-ব্জাং-পো
'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান
চতুর্থ ঝি-বা-ল্হা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো
পূর্বসূরী
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো
'ফাগ্স-পা-দ্গে-লেগ্স-র্গ্যাল-ম্ত্শান
ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের বাইশতম প্রধান
উত্তরসূরী
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো