'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো

'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো (ওয়াইলি: 'jigs med bstan pa'i mgon po) (১৭৫৫-১৭৯৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের সপ্তম 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি তিব্বতের খাম্স অঞ্চলে অবস্থিত ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের (ওয়াইলি: chab mdo chos 'khor byams pa gling) তেইশতম প্রধান ছিলেন।

'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো ১৭৫৫ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের স্পো-'বোর-স্গাং (ওয়াইলি: 'jigs med bstan pa'i mgon po) নামক স্থানে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আ-ব্র্তান-ম্গোন-পো (ওয়াইলি: a brtan mgon po) এবং তার মাতা স্গ্রোল-মা-'ফেল (ওয়াইলি: sgrol ma 'phel) সপ্তম দলাই লামা মামাতো বোন ছিলেন। শৈশবে তাকে 'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'jigs med bstan pa'i rgya mtsho) নামক ষষ্ঠ 'ফাগ্স-পা-ল্হা (ওয়াইলি: 'phags pa lha) উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে হয় এবং ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের নিয়ে যাওয়া হয়। ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে শিক্ষার্থীর শপথ এবং যমান্তক, হয়গ্রীব প্রভৃতি বিষয়ে শিক্ষাপ্রদান করেন। ১৭৭১ খ্রিষ্টাব্দে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পাঁচ বছর ঐ স্থানে শিক্ষালাভ করেন। এই সময় ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৭৭৬ খ্রিষ্টাব্দে তিনি ছাব-ম্দো-ছোস-'খোর-ব্যাম্স-পা-গ্লিং বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব গ্রহণ করে এই বিহার ও চামদো অঞ্চলের প্রায় একশত বিহারের সংস্কার সাধন করেন। তিনি উনিশ বছর এই পদে থাকেন। চিং রাজবংশ থেকে তাকে নমেনহান (那門漢) বা ধর্মরাজা উপাধি দেওয়া হয়।[১]

পূর্বসূরী
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-র্গ্যা-ম্ত্শো
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ম্গোন-পো
সপ্তম 'ফাগ্স-পা-ল্হা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-'জিগ্স-মেদ-দ্পাল-ল্দান-ব্স্তান-পা'ই-ন্যি-মা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (জুন ২০১০)। "The Seventh Pakpa Lha, Jigme Tenpai Gonpo"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-১১