'খ্রুল-ঝিগ-সেং-গে-র্গ্যাব-পা

'খ্রুল-ঝিগ-সেং-গে-র্গ্যাব-পা (ওয়াইলি: 'khrul zhig seng ge rgyab pa) ত্রয়োদশ শতাব্দীর এক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের তিব্বতী বৌদ্ধ সাধক ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

'খ্রুল-ঝিগ-সেং-গে-র্গ্যাব-পা ত্রয়োদশ শতাব্দীতে তিব্বতের গ্যো-রু (ওয়াইলি: g.yo ru) অঞ্চলের সো-গাদ-'ফ্রেং (ওয়াইলি: so gad 'phreng) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্ক্রা-শিস-দ্ঙ্গোস-গ্রুব (ওয়াইলি: bkra shis dngos grub)। কুড়ি বছর বয়সে তিনি ল্দে'উ-স্গাং-পা (ওয়াইলি: lde'u sgang pa) এবং ব্ক্রা-শিস-স্গাং-পা (ওয়াইলি: bkra shis sgang pa) নামক দুই ভিক্ষুর নিকট দীক্ষা গ্রহণ করেন। তিনি গুরু জো-'বের নামক এক র্ন্যিং-মা সয়াধকের নিকট বি-মা-স্ন্যিং-থিগ সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপ্র তিনি গ্রো-বো উপত্যকায় সাধনায় লিপ্ত হন। এই সময় তিনি মে-লোং-র্দো-র্জে নামক তার বিখ্যাত শিষ্যকে শিক্ষাদান করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Leschly, Jakob (আগস্ট ২০০৭)। "Trulzhik Sengge Gyabpa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৪ 

আরো পড়ুন সম্পাদনা

  • Bell, Charles. 1931. Religions of Tibet. Oxford: Oxford University Press, p. 75.
  • Nyoshul Khenpo. 2005. A Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication, pp. 90–91.
  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 195–196