২০১৩ সিইসিএএফএ কাপ গ্রুপ পর্ব

২০১৩ সিইসিএএফএ কাপের গ্রুপ পর্ব ২৭ নভেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর শেষ হয়। ম্যাচের দিনগুলো ছিল, ২৭-২৯ নভেম্বর, ৩০ নভেম্বর-২ ডিসেম্বর এবং ৩-৫ ডিসেম্বর।

খেলাসমূহ সম্পাদনা

টাইব্রেকার্স সম্পাদনা

যদি দুই বা ততোধিক দলের গ্রুপ ম্যাচ শেষ হওয়ার পরে পয়েন্ট সমান হয়, তবে র‌্যাঙ্কিংয়ে নিম্ন লিখিত মানদণ্ড প্রযোজ্য হবে। (ক্রমিকভাবে সাজানো):

গ্রুপ এ সম্পাদনা

এ গ্রুপের খেলা শেষে কেনিয়াইথিওপিয়া একই সমান পয়েন্ট অর্জন করে। ফলে বিজয়ী নির্ধারনের জন্য কয়েন টসের সিদ্ধান্ত হয়, যাতে কেনিয়া এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়।[১]

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  কেনিয়া +৪
  ইথিওপিয়া +৪
  জাঞ্জিবার −৩
  দক্ষিণ সুদান −৫


ইথিওপিয়া  ৩–১  জাঞ্জিবার
Asfan   ৫'
Bargecho   ৩৭' (পে.)
Kebede   ৮৩'
Juma   ৬৮'
রেফারি: Louis Hakizimana (রুয়ান্ডা)

দক্ষিণ সুদান  ১–৩  কেনিয়া
Eresto   ১৫'
Lado   ২৮'
প্রতিবেদন Atudo   ১৭' (পে.)
Keli   ২৯'
Omar   ৭২'
Owino   ৭৭'
রেফারি: Waziri Sheha (জাঞ্জিবার)

দক্ষিণ সুদান  ০–২  ইথিওপিয়া
প্রতিবেদন Yassin   ৫৪'
Kalbore   ৮৩'
রেফারি: Louis Hakizimana (রুয়ান্ডা)

গ্রুপ বি সম্পাদনা

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  জাম্বিয়া +৫
  তানজানিয়া +২
  বুরুন্ডি
  সোমালিয়া −৭
বুরুন্ডি  ২–০  সোমালিয়া
Nduwarugira   ৪১'
Abdul Razak   ৫৪'
প্রতিবেদন
রেফারি: Luleseghed Ghebremichael (ইরিত্রিয়া)


সোমালিয়া  ০–১  তানজানিয়া
Hayow   ৩৩'
Mohammed   ৪১'
প্রতিবেদন Chanongo   ৫৭'
Moradi   ৮১'

জাম্বিয়া  ১–০  বুরুন্ডি
Kampamba   ৩'
Mwape   ৪৩'
Mbewe   ৬৭'
প্রতিবেদন

তানজানিয়া  ১–০  বুরুন্ডি
Samatta   ৭'
Yondan   ৩৬'
প্রতিবেদন
রেফারি: Davies Omweno (কেনিয়া)

সোমালিয়া  ০–৪  জাম্বিয়া
প্রতিবেদন Mwape   ২'৫৫'
Mbewe   ৪'৭০'
Kabwe   ৩৩'
রেফারি: Anthony Ogwayo (কেনিয়া)

গ্রুপ সি সম্পাদনা

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  উগান্ডা +৫
  সুদান +৩
  রুয়ান্ডা −১
  ইরিত্রিয়া −৭
সুদান  ৩–০  ইরিত্রিয়া
Ibrahim   ৬'২৭'
El Tahir   ৩৩'
Abdalla   ৪৫'
Report

উগান্ডা  ১–০  রুয়ান্ডা
Kiiza   ৩৩'
Wadada   ৫৬'
Sserunkuma   ৮৯'
Report Mugiraneza   ৭২'

সুদান  ১–০  রুয়ান্ডা
Kamal   ২৩'
Ibrahim   ২৯'
Report

ইরিত্রিয়া  ০–৩  উগান্ডা
Report Okwi   ৯'৩৮'
Kiiza   ২০' (পে.)
Kizito   ৫৬'

রুয়ান্ডা  ১–০  ইরিত্রিয়া
Ndahinduka   ৭৪' Report Goitom   ৫৫'

উগান্ডা  ১–০  সুদান
Aucho   ৫৮' Report

তৃতীয় স্থান নির্ধারনী সম্পাদনা

গ্রুপ পর্বে বিজয়ী ও রানার্স আপ ছাড়াও দুটি সেরা তৃতীয় স্থানের দল নকআউট পর্বের জন্য নির্বাচন করা হয়।

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
  বুরুন্ডি
  রুয়ান্ডা −১
  জাঞ্জিবার −৩

গ্রুপ পর্যায়ের সর্বোচ্চ স্কোর সম্পাদনা

৫ গোল
৩ গোল
২ গোল
১ গোল
1 own goal

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dan Ngulu (৫ ডিসেম্বর ২০১৩)। "Kenya wins Group A toss"। Futaa.com। ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৩