সোমালিয়া জাতীয় ফুটবল দল

সোমালিয়া জাতীয় ফুটবল দল (সোমালি: Xeegada Qaranka Soomaaliya, আরবি: الاتحاد الصومالي لكرة القدم, ইংরেজি: Somalia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সোমালিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সোমালিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমালি ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৮ সালে, সোমালিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে সোমালিয়া কেনিয়ার কাছে ৬–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

সোমালিয়া
ডাকনামসাগরের তারা
অ্যাসোসিয়েশনসোমালি ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচসাইদ আব্দি হাইবিহ
অধিনায়কআহমেদ আলি মুহাম্মদ
সর্বাধিক ম্যাচআইয়ুব দাউদ (৪০)
শীর্ষ গোলদাতাআইয়ুব দাউদ (৬)
মাঠমোগাদিশু স্টেডিয়াম
ফিফা কোডSOM
ওয়েবসাইটwww.somsoccer.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৯৮ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ১৫৮ (এপ্রিল–জুন ১৯৯৫)
সর্বনিম্ন২০৭ (এপ্রিল–মে ২০১৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২০০ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ১২৬ (১৯৭৩)
সর্বনিম্ন২০৭ (২০১৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কেনিয়া ৫–০ সোমালিয়া 
(মোম্বাসা, কেনিয়া; ১৯৫৮)[৩]
বৃহত্তম জয়
 সোমালিয়া ৫–২ মৌরিতানিয়া 
(কাসাব্লাংকা, মরক্কো; ৭ আগস্ট ১৯৮৫)
বৃহত্তম পরাজয়
 উত্তর কোরিয়া ১৪–০ সোমালিয়া 
(জাকার্তা, ইন্দোনেশিয়া; ১২ নভেম্বর ১৯৬৩)

৬৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট মোগাদিশু স্টেডিয়ামে সাগরের তারা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাইদ আব্দি হাইবিহ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন হেলজউইন টাউনের মধ্যমাঠের খেলোয়াড় আহমেদ আলি মুহাম্মদ

সোমালিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও সোমালিয়া এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

আইয়ুব দাউদ, আলি ইগাল ইয়াসিন, ওমর ইব্রাহিম আব্দুলকাদির, ওমর নাসির এবং আহমেদ আলি মুহাম্মদের মতো খেলোয়াড়গণ সোমালিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৫ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সোমালিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৫৮তম) অর্জন করে এবং ২০১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সোমালিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১২৬তম (যা তারা ১৯৭৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৬     টোঙ্গা ৮৫৬.১৮
১৯৭     কেইম্যান দ্বীপপুঞ্জ ৮৫১.১৯
১৯৮     সোমালিয়া ৮৪৫.৬৬
১৯৯     সেশেলস ৮৪৫.৫৩
২০০     পূর্ব তিমুর ৮৪৩.৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৮     মিয়ানমার ৯০৬
১৯৯     মোনাকো ৯০৩
২০০     সোমালিয়া ৮৯৮
২০১       নেপাল ৮৯৪
২০২     সিন্ট মার্টেন ৮৮০

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

ফিফা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ ইতালিযুক্তরাজ্যের অংশ ছিল ইতালিযুক্তরাজ্যের অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২ উত্তীর্ণ হয়নি
  ১৯৮৬ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৯০
  ১৯৯৪
  ১৯৯৮
    ২০০২ উত্তীর্ণ হয়নি
  ২০০৬
  ২০১০
  ২০১৪
  ২০১৮
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ১১ ২৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  3. Hassan, Mohammed Sheik (২০০৮)। History of Somali football (1938–2007)। Scansom। পৃষ্ঠা 20। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা