সৌর দেবদেবীগণের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

সৌর দেবদেবী বলতে সূর্য অথবা সচরাচর ক্ষেত্রে সূর্যের প্রত্যক্ষ শক্তি ও ক্ষমতা-সংক্রান্ত কোনও বৈশিষ্ট্যের প্রতিনিধিত্বকারী দেবদেবীদের বোঝায়। নথিবদ্ধ ইতিহাসের অধিকাংশ পর্যায়েই বিভিন্ন আকারে সৌর দেবদেবী ও সূর্যের উপাসনার কথা জানা যায়। নিচে সৌর দেবদেবীদের তালিকা দেওয়া হল:

আফ্রিকান সম্পাদনা

মিশরীয় পুরাণ সম্পাদনা

 
সূর্য দেবতা রা
  • আমুন – সৃষ্টিকর্তা দেবতা, যাঁকে ক্ষেত্রবিশেষে সূর্য দেবতা হিসাবে চিহ্নিত করা হত।
  • আতেন – সূর্য দেবতা, সূর্যের দৃশ্যমান চাকতি।
  • আতুম – "বিশ্বের অন্তকর্তা", তিনি অস্তগামী সূর্যের প্রতীক।
  • বাস্ত – সূর্যের সঙ্গে যুক্ত বিড়ালমুখী দেবী
  • হাথোর – হোরাস ও রা-র মা এবং সূর্যের দেবী
  • হোরাস – আকাশ দেবতা, যাঁর ডান চোখটিকে সূর্য ও বাঁ চোখটিকে চাঁদ মনে করা হত।
  • প্‌তাহ – শিল্পকৌশল, শিল্পকলা ও উর্বরতার দেবতা, ক্ষেত্রবিশেষে তাঁকে রাত্রিকালে সূর্যের প্রতিনিধি হিসাবে বর্ণনা করা হয়েছে।
  • রা – সূর্য দেবতা
  • সেখমেত – যুদ্ধ ও সূর্যের দেবী, ক্ষেত্রবিশেষে তাঁকে মহামারীর দেবী এবং মরুভূমির স্রষ্টা হিসাবেও বর্ণনা করা হয়েছে।
  • সোপদু – যুদ্ধ ও গ্রীষ্মকালীন সূর্যের দাবদাহের দেবতা।

আমেরিকান সম্পাদনা

আজটেক পুরাণ সম্পাদনা

ব্রাজিলীয় পুরাণ সম্পাদনা

ইনকা পুরাণ সম্পাদনা

  • ইনতি – সূর্য দেবতা এবং ইনকা সাম্রাজ্যের পৃষ্ঠপোষক দেবতা
  • চ’আস্কা ("শুক্র") বা চ’আস্কা কুইলুর ("শুক্র তারা") ছিলেন ঊষা ও সন্ধ্যার দেবী, শুক্র গ্রহ

ইনুইট পুরাণ সম্পাদনা

মায়া পুরাণ সম্পাদনা

মুসইসকা পুরাণ সম্পাদনা

স্থানীয় আমেরিকান পুরাণ সম্পাদনা

এশীয় সম্পাদনা

আইনু পুরাণ সম্পাদনা

  • চুপ কামুই – এক চন্দ্র দেবী যিনি সূর্য দেবী হওয়ার জন্য পর্যায়ক্রমে তাঁর ভাইয়ের স্থান গ্রহণ করেন।

আরব্য পুরাণ সম্পাদনা

বৌদ্ধ পুরাণ সম্পাদনা

  • মারীচিস্বর্গ, সূর্য ও আলোর দেবী
  • সূর্য – সূর্য দেবতা (সুরিয় পরিত্থ, সূত্র পিটক, পালি ত্রিপিটক, থেরবাদ বৌদ্ধধর্ম)

কনানীয় পুরাণ সম্পাদনা

চীনা পুরাণ সম্পাদনা

 
সূর্যের ড্রাগন-বাহিত রথের সারথি জিহে দেবীর মূর্তি, হানঝউতে
  • দৌমু – সূর্য দেবী, ক্ষেত্রবিশেষে মারীচির মিশ্র রূপ।
  • জিহে – সূর্য দেবী ও দশ সূর্যের জননী
  • ইউ হি, আকাশে সূর্যকে বহনকারী দেবতা
  • হু কাই, সৌর তারকার দেবতা

এলামাইট সম্পাদনা

হিন্দু পুরাণ সম্পাদনা

 
সূর্য
  • আর্যমান – মধ্যদিবসীয় সূর্য দেবতা
  • সবিতৃ – সূর্যোদয় ও সূর্যাস্তকালীন সূর্যের দেবতা
  • সূর্য – সূর্য দেবতা
  • মিত্র – ক্ষেত্রবিশেষে সূর্য দেবতা হিসাবে গণ্য
  • অরুণ – সূর্যের সারথি, প্রভাতসূর্যের দেবতা
  • তপতী – সূর্য দেবী

হিট্টীয় পুরাণ সম্পাদনা

জাপানি পুরাণ সম্পাদনা

 
গুহা থেকে আবির্ভূত হচ্ছেন অমতেরাসু, ব্রহ্মাণ্ডে ফিরিয়ে আনছেন সূর্যালোক।

মেসোপটেমীয় পুরাণ সম্পাদনা

  • শামাশ – সূর্য ও বিচারের আক্কাদীয় দেবতা
  • উটু – সূর্য ও বিচারের সুমেরীয় দেবতা

সিথিয়ান ধর্ম সম্পাদনা

  • তাবিতি – প্রাচীন ইরানীয় দেবী, সম্ভবত সূর্যের সঙ্গে যুক্ত ছিলেন।

তোকারীয় সম্পাদনা

  • এক "সূর্য দেবতা" ("কাউম নাকতে"),[৫] সম্ভবত দেবী।[৬]

তুর্কি পুরাণ সম্পাদনা

  • গুন আনা – সাধারণ তুর্কি সৌর দেবতা, কাজাখ ও কিরগিজ প্রথায় দেবী হিসাবে স্বীকৃত
  • কোয়াশ – সূর্য দেবতা

পারস্য পুরাণ সম্পাদনা

জুনবাদ সম্পাদনা

  • জুনবিল রাজবংশজাবুলিস্তানের প্রজারা সূর্য উপাসনা করত। সূর্য দেবতাকে তারা অভিহিত করত জুন নামে। তারা বিশ্বাস করত, সূর্য হলেন বিচারের দেবতা, জগতে যা কিছু শুভ, তার শক্তি এবং তাই সূর্য অন্ধকারকে দূর করে মানুষকে আরেকটি দিন বাঁচবার সুযোগ করে দেন।

ইউরোপীয় সম্পাদনা

আর্মেনীয় পুরাণ সম্পাদনা

  • আর, আরেভ – সূর্য দেবতা এবং সূর্য উপাসকদের বলা হত "সূর্যের সন্তান"।

বাল্টিক পুরাণ সম্পাদনা

বাস্ক পুরাণ সম্পাদনা

  • এখি – সূর্য দেবী ও মানবজাতির রক্ষাকর্ত্রী

কেল্টীয় পুরাণ সম্পাদনা

এট্রুস্কান পুরাণ সম্পাদনা

ফিনিশ পুরাণ সম্পাদনা

জার্মানীয় পুরাণ সম্পাদনা

  • সোল/সুন্না/সুন্নে – বিভিন্ন জার্মানীয় জাতিগোষ্ঠীর সাধারণ সূর্য দেবী, প্রত্ন-জার্মানীয় সোইলো থেকে উদ্ভূত; একটি নেকড়ে তাঁকে আকাশে অশ্ববাহিত রথে তাড়না করে নিয়ে যেত বলে মনে করা হত।

গ্রিক পুরাণ সম্পাদনা

  • হেলিওস – টাইটান এবং সূর্যের মূর্তিরূপ; তিনি আকাশে রথে চড়ে ঘুরে বেড়ান বলে মনে করা হত।
  • অ্যাপোলো – আলো, আরোগ্য, সংগীত ও ভবিষ্যদ্বাণীর দেবতা। তাঁর সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্যসূচক বিশেষণ হল “ফোয়েবাস” (“উজ্জ্বল”)। কালক্রমে, বিশেষত হেলেনীয় ও রোমান যুগে, হেলিওসকে অপসারিত করে তিনি সূর্য দেবতার স্থান গ্রহণ করেন।
  • ইয়োস – টাইটান ও ঊষার প্রতিমূর্তি
  • হেমেরা – দিবসের আদিম দেবতা

লুসিটানীয় পুরাণ সম্পাদনা

  • এন্ডোভেলিকাস – স্বাস্থ্য ও সুরক্ষার দেবতা, তিনি সৌর দেবতা ও পাতাল দেবতা রূপে পূজিত হতেন।
  • নেটো – দাবি করা হয় যে, তিনি ছিলেন সূর্য ও যুদ্ধের দেবতা
  • এক সম্ভাব্য সৌর দেবী, যাঁর কাল্ট ভার্জিন মেরি নোসা সেনহোরা ডে অ্যান্টাইমের কাল্টে রূপান্তরিত হয়।[৭][৮][৯]

মিনোয়ান পুরাণ সম্পাদনা

রোমান পুরাণ সম্পাদনা

  • অরোরা – ঊষা দেবী
  • সোল – অশ্ববাহিত রথে আরূঢ় সূর্য দেবতা

সামি পুরাণ সম্পাদনা

  • বেইওয়ে – সূর্য, বসন্ত, উর্বরতা ও সুস্থতার দেবী

স্লাভিক পুরাণ সম্পাদনা

ওশেনিয়া সম্পাদনা

অস্ট্রেলীয় আদিবাসী ধর্ম সম্পাদনা

মাওরি পুরাণ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. J. F. Breton (Trans. Albert LaFarge), Arabia Felix From The Time Of The Queen Of Sheba, Eighth Century B.C. To First Century A.D., 1998, University of Notre Dame Press: Notre Dame (IN), pp. 119-120.
  2. Julian Baldick (1998). Black God. Syracuse University Press. p. 20. আইএসবিএন ০৮১৫৬০৫২২৬.
  3. Merriam-Webster, Merriam-Webster's Encyclopedia of World Religions, 1999 - 1181 páginas
  4. J. Ryckmans, "South Arabia, Religion Of", in D. N. Freedman (Editor-in-Chief), The Anchor Bible Dictionary, 1992, Volume 6, op. cit., p. 172
  5. http://sino-platonic.org/complete/spp259_tocharian_origins.pdf
  6. http://www.sino-platonic.org/complete/spp118_chinese_weaving_goddess.pdf
  7. "UM CULTO SOLAR OU RITUAL DE FECUNDIDADE"। ২০১১-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৫ 
  8. "Enciclopédia das Festas Populares e Religiosas de Portugal"। পৃষ্ঠা 64। 
  9. "TEÓFILO BRAGA. O POVO PORTUGUEZ NOS SEUS COSTUMES, CRENÇAS E TRADIÇÕES II" 
  10. Evidence of Minoan Astronomy and Calendrical Practises
  11. Marinatos, Nanno. Minoan Kingship and the Solar Goddess: A Near Eastern Koine (2013).

টেমপ্লেট:অঞ্চল অনুযায়ী পৌরাণিক চরিত্রদের তালিকা