ম্যাথিউ জে. হোলম্যান

মার্কিন জ্যোতির্বিদ

ম্যাথিউ জে. হোলম্যান (ইংরেজি: Matthew J. Holman; জন্ম: ১৯৬৭) হলেন একজন স্মিথসোনিয়ান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। হোলম্যান ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেন এবং ১৯৮৯ সালে গণিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন ও ১৯৯৪ সালে গ্রহবিজ্ঞানে পিএইচডি করেন। ১৯৯৮ সালে তিনি নিউকম্ব ক্লিভল্যান্ড পুরস্কার লাভ করেন।[১]

ম্যাথিউ হোলম্যান
জন্ম১৯৬৭
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণগ্রহবিজ্ঞান
পুরস্কারনিউকম্ব ক্লিভল্যান পুরস্কার (১৯৯৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতিঃপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড–স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স

২০১৫ সালের ২৫ জানুয়ারি আইএইউ-র মাইনর প্ল্যানেট সেন্টারের (এমপিসি) প্রাক্তন পরিচালক টিমোথি বি. স্পার পদত্যাগ করার পর হোলম্যান উক্ত সংস্থার অন্তর্বর্তী পরিচালকের পদে বৃত হন।[২]

তিনি ছিলেন আলাস্কান সেনেট প্রার্থী জো মিলারের সালিনা সেন্ট্রাল হাই স্কুল (কানসাস)-এর সহপাঠী এবং বিতর্ক দলের সহ-সদস্য। ১৯৯৯ সালে প্রধান-বেষ্টনীর গ্রহাণু ৩৬৬৬ হোলম্যান তাঁর সম্মানে নামাঙ্কিত হয় (এম.পি.সি. ৩৪৬১৯).[১][৩]

আবিষ্কার সম্পাদনা

১৯৯৯-২০০০ সালে এমপিসি হোলম্যানকে (৪৪৫৯৪) ১৯৯৯ ওএক্স(৬০৬২১) ২০০০ এফই সহ বেশ কয়েকটি নেপচুনোত্তর বস্তুর (সারণি দেখুন) আবিষ্কর্তা ও সহ-আবিষ্কর্তার স্বীকৃতি প্রদান করে। এছাড়াও তিনি সেন্টোরগুলির একজন সক্রিয় পর্যবেক্ষক।[১][৪]

আবিষ্কৃত গৌণ গ্রহ: ১১টি[৪]
(৪৪৫৯৪) ১৯৯৯ ওএক্স ২১ জুলাই, ১৯৯৯ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[ক][খ][গ]
(৪৫৮০২) ২০০০ পিভি২৯ ৫ অগস্ট, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা
(৫৪৫২০) ২০০০ পিজে৩০ ৫ অগস্ট, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা
(৬০৬২০) ২০০০ এফডি ২৭ মার্চ, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[ক][খ][গ]
(৬০৬২১) ২০০০ এফই ২৭ মার্চ, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[ক][খ][গ]
(৭৬৮০৩) ২০০০ পিকে৩০ ৫ অগস্ট, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা
(১৮২২২২) ২০০০ ওয়াইইউ ১৬ ডিসেম্বর, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[খ][ঘ]
(১৮২২২৩) ২০০০ ওয়াইসি ১৭ ডিসেম্বর, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[ঘ][ঘ]
(৪৬৮৪২২) ২০০০ এফএ ২৭ মার্চ, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[ক][খ][গ]
(৪৬৯৩৩৩) ২০০০ পিই৩০ ৫ অগস্ট, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা
(৫০৬৪৩৯) ২০০০ ওয়াইবি ১৬ ডিসেম্বর, ২০০০ টেমপ্লেট:গৌণ গ্রহগুলির তালিকা[খ][ঘ]
সহ-আবিষ্কারক:
জন জে. ক্যাভেলারস • ব্রেট জে. গ্ল্যাডম্যান • জেন-মার্ক পেটিট • টমি গ্র্যাভ

জ্যোতির্বিজ্ঞানীদের একটি দলের সদস্য হিসেবে হোলম্যান অনেকগুলি অনিয়মিত উপগ্রহ আবিষ্কার করেন:[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Schmadel, Lutz D. (২০০৭)। "(3666) Holman"। Dictionary of Minor Planet Names – (3666) Holman। Springer Berlin Heidelberg। পৃষ্ঠা 308। আইএসবিএন 978-3-540-00238-3ডিওআই:10.1007/978-3-540-29925-7_3664 
  2. "About the MPC – Staff"Minor Planet Center। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬ 
  3. "MPC/MPO/MPS Archive"Minor Planet Center। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬ 
  4. "Minor Planet Discoverers (by number)"Minor Planet Center। ২০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ 
  5. "JPL Solar System Dynamics: Planetary Satellite Discovery Circumstances"Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা