নিসো (প্রাকৃতিক উপগ্রহ)

নিসো (ইংরেজি: Neso, /ˈns/) বা নেপচুন ১৩ (ইংরেজি: Neptune XIII) হল নেপচুনের সর্ব-বহিঃস্থ প্রাকৃতিক উপগ্রহ। ২০০২ সালে ম্যাথিউ জে. হোলম্যান, ব্রেট জে. গ্ল্যাডম্যান ও অন্যান্য জ্যোতির্বিজ্ঞানীগণ এই অনিয়মিত উপগ্রহটি আবিষ্কার করলেও ২০০৩ সাল পর্যন্ত এটি অলক্ষিতই থেকে যায়।[২][৫] নিসো ৪৮ জিগামিটারেরও (মিলিয়ন কিলোমিটার) বেশি দূরত্ব থেকে নেপচুনকে প্রদক্ষিণ করছে। ২০১৫ সালের হিসেব অনুযায়ী এটিই কোনও গ্রহের সর্বাধিক দূরবর্তী উপগ্রহ। নেপচুন থেকে এটির সর্বাধিক দূরত্ব ৭২ জিগামিটারেরও বেশি। এই দূরত্ব সূর্য থেকে অপসূর অবস্থানে বুধের দূরত্বের (প্রায় ৭০ জিগামিটার) থেকেও বেশি। উপগ্রহ হিসেবে নিসোর কক্ষীয় আবর্তনকাল সর্বাধিক: ২৬.৬৭ বছর। এটির কক্ষপথ পশ্চাদমুখী, উচ্চ নতি-সম্পন্ন এবং উচ্চ উৎকেন্দ্রিকতা-সম্পন্ন। আনুমানিক অ্যালবেডোর ভিত্তিতে নিসোর ব্যাস নির্ধারণ করা হয়েছে প্রায় ৬০ কিমি (৩৭ মা) এবং এটির আনুমানিক গড় ঘনত্ব ১.৫ গ্রাম/ঘন সেন্টিমিটার।[৬] উপগ্রহটির ভর অনুমান করা হয় ২×১০১৭ কিলোগ্রাম। নিসোর কক্ষপথের পরিমাপগুলির সঙ্গে স্যামাথির (এস/২০০৩ এন ১) কক্ষপথের পরিমাপগুলির সাদৃশ্য থেকে অনুমান করা হয় যে, এই দুই অনিয়তাকার উপগ্রহই কোনও একক বৃহত্তর উপগ্রহের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট।[৪] ২০০৭ সালের ৩ ফেব্রুয়ারি আইএইউ-এর ৮৮০২ নং সার্কুলারের মাধ্যমে নিসোর নামকরণ করা হয় গ্রিক পুরাণে উল্লিখিত অন্যতম নিরিডের নামানুসারে। তার আগে এটির অস্থায়ী নামকরণ করা হয়েছিল এস/২০০২ এন ৪ (ইংরেজি: S/2002 N 4)।

নিসো
আবিষ্কার[১][২]
আবিষ্কারক
আবিষ্কারের তারিখ১৪ অগস্ট, ২০০২
বিবরণ
উচ্চারণ/ˈns/
নামকরণের উৎসΝησώ নিসো
বিকল্প নামসমূহএস/২০০২ এন ৪
বিশেষণনিসোয়ান /nɪˈs.ən/ বা নিসোইয়ান /nɪˈs.iən/
কক্ষপথের বৈশিষ্ট্য[৩]
যুগ ১০ জুন, ২০০৩
অনুসূর~২১,২১৫,৭০০ কিলোমিটার (০.১৪১ এইউ)
অপসূর~৭৭,৭৮৪,৫০০ কিলোমিটার (০.৫১৮ এইউ)
অর্ধ-মুখ্য অক্ষ০.৩৩ এইউ (~৪৯,৫০০,০০০ কিলোমিটার), ৩,২২০ নেপচুন ব্যাসার্ধ, ৪৯.২৮৫
উৎকেন্দ্রিকতা০.৫৭১৪
কক্ষীয় পর্যায়কাল৯৭৪০.৭৩ দিন
(২৬.৬৭ বছর)
নতি১৩৬.৪৩৯
ভৌত বৈশিষ্ট্যসমূহ
প্রতিফলন অনুপাত০.০৪ (আনুমানিক)[৪]
নেপচুনের অনিয়মিত উপগ্রহসমূহ

তথ্যসূত্র সম্পাদনা

পাদটীকা

সূত্রনির্দেশ

  1. JPL (২০১১-০৭-২১)। "Planetary Satellite Discovery Circumstances"Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৪ 
  2. Green, Daniel W. E. (অক্টোবর ১, ২০০৩)। "S/2001 U 2 and S/2002 N 4"IAU Circular8213। সংগ্রহের তারিখ ২০১১-১০-২৪ 
  3. Jacobson, R. A. (২০০৮)। "NEP078 – JPL satellite ephemeris"Planetary Satellite Mean Orbital Parameters। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-২৩ 
  4. Sheppard, Scott S.; Jewitt, David C.; Kleyna, Jan (২০০৬)। "A Survey for "Normal" Irregular Satellites around Neptune: Limits to Completeness"The Astronomical Journal132: 171–176। arXiv:astro-ph/0604552 ডিওআই:10.1086/504799বিবকোড:2006AJ....132..171S 
  5. Holman, M. J.; Kavelaars, J. J.; Grav, T.; ও অন্যান্য (২০০৪)। "Discovery of five irregular moons of Neptune" (PDF)Nature430 (7002): 865–867। ডিওআই:10.1038/nature02832পিএমআইডি 15318214বিবকোড:2004Natur.430..865H। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১১ 
  6. Physical parameters from JPL

বহিঃসংযোগ সম্পাদনা