মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়া জেলার শিক্ষাপ্রতিষ্ঠান

মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়[১][২] বিদ্যালয়টি ১৯৮৩ সালে মাজিহাট গ্রামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি গ্রামে অবস্থিত হলেও শিক্ষা ক্ষেত্রে অগ্রগামী। ফলে আশেপাশের গ্রামসহ মিরপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর মধ্যে এই বিদ্যালয়টি অন্যতম।[৩]

মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়
Majihat Secondary School
অবস্থান

৭০৩১

তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৮৩; ৪১ বছর আগে (1983)[৩]
অবস্থাচালু
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর[৪][৩]
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
ইআইআইএন১১৭৮৪১[৪][৩]
চেয়ারম্যানআব্দুল হান্নান[৩]
প্রধান শিক্ষকইকরামুল হক[৫]
শিক্ষকমণ্ডলী২৩ জন[৩]
শিক্ষার্থী সংখ্যা১২০০ (প্রায়)[৩]
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ০১টি
আয়তন১.৯৬ একর (৭,৯০০ মি)[৩]
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ওয়েবসাইটmsm.edu.bd

ইতিহাস সম্পাদনা

১৯৮৩ সালে মাজিহাট গ্রামের বিদ্বানুরাগী ব্যক্তিগণ স্থানীয় জনগণের সাহায্য মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করে।[৩]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

বর্তমানে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০০। এইসকল শিক্ষার্থীদের জন্য ২৩ জন শিক্ষক রয়েছেন।[৩] বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ডের অধীনে।[৪]

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়ের ০৩টি ভবন রয়েছে। এগুলো হলো:

  1. প্রশাসনিক ভবন
  2. নতুন একাডেমিক ভবন
  3. পুরাতন একাডেমিক ভবন

বিদ্যালয়ের সামনের দিকে ০১টি সুবিশাল খেলার মাঠ ও পিছনের দিকে ০১টি বাগান রয়েছে।

অবস্থান সম্পাদনা

বিদ্যালয়টি মাজিহাট গ্রামের মাজিহাট বাজারের পাশে অবস্থিত।

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়ের নিজস্ব স্কাউট দল ও বিএনসিসি দল রয়েছে।[৬]

বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পিঠা উৎসবের আয়োজন করে থাকে।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুষ্টিয়ার মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান"Daily Amar Bangla News। ২০২২-০৬-১৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  2. "About Us - Majihat Secondary School"msm.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  3. "History - Majihat Secondary School"msm.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  4. "Majihat Secondary School"majihatsecondaryschool.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  5. raisa (২০২৪-০২-২৭)। "মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির গাফফার, সম্পাদক আব্দুল্লাহ"শিক্ষাবার্তা ডট কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২ 
  6. "বাংলাদেশ স্কাউটস | বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম"service.scouts.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১২