কুর্শা ইউনিয়ন, মিরপুর

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন

কুর্শা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত মিরপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন এটি ২৫.৩৮ কিমি২ (৯.৮০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩০,০০০ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১৬টি ও মৌজার সংখ্যা ১১টি।[১] [২]

কুর্শা ইউনিয়ন
ইউনিয়ন
কুর্শা ইউনিয়ন
কুর্শা ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
কুর্শা ইউনিয়ন
কুর্শা ইউনিয়ন
কুর্শা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
কুর্শা ইউনিয়ন
কুর্শা ইউনিয়ন
বাংলাদেশে কুর্শা ইউনিয়ন, মিরপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৯′৩৯.৭″ উত্তর ৮৮°৫৭′১৫.১″ পূর্ব / ২৩.৮২৭৬৯৪° উত্তর ৮৮.৯৫৪১৯৪° পূর্ব / 23.827694; 88.954194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলামিরপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৫.৩৮ বর্গকিমি (৯.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩০,০০০
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইউনিয়নের সাংগঠনিক কাঠামো সম্পাদনা

 
ইউনিয়নের সাংগঠনিক কাঠামো

খাল ও নদী সম্পাদনা

  • বাঁশবাড়ীয়া-কুর্শা -পুটিমারী-ইশালমারী- ভেদামারী জিকে খাল।
  • রামনগর-মাজিহাট-খালমাগুরা সাগরখালী নদী
 
খালমাগুরা সাগরখালী নদী

গ্রাম সমূহ সম্পাদনা

মাজিহাট, কুন্টিয়ারচর, শ্রীরামপুর, কুর্শা, মল্লিকপুর, মেহেরনগর, রামনগর, বাঁশবাড়ীয়া, ইশালমারী, পুটিমারী, খালমাগুরা, কাটদহচর, হাউসপুর, ভেদামারী।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • ১০৩ নং মাজিহাট নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • ১০৯ নং মাজিহাট-বেশীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • নওদা কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পারমিটন সরকারী প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • ভেদামারী পাঁচবাড়িয়া দাখিল মাদ্রাসা

কৃষি সম্পাদনা

কুর্শা ইউনিয়নেওষ প্রধানত ধান, পাট, ভূট্টা, পিয়াজ, রসুন, মরিচ, ডাল, তৈলবীজ ইত্যাদি চাষ করা হয়। এছাড়াও এখানে মনোহারী সবজি উৎপাদন হয়। যেমন: আলু, বেগুন, মূলা, শশা, কচু উল্লেখযোগ্য।

 
সরিষার ক্ষেত ও ফুল, মাজিহাট

ব্যাংক সম্পাদনা

ব্যাংককে বলা হয় অর্থনীতির ধারক ও বাহক। লাখ লাখ সঞ্চয়ী মানুষের ভরসা হলো ব্যাংক। এ খাতের আওতা ক্রমেই বেড়ে চলেছে। একই সঙ্গে বাড়ছে ব্যাংকিং খাতের সার্বিক সেবা মান। মানুষ দ্রুত ব্যাংকিং সেবা পাচ্ছে। যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বড় চালিকাশক্তি হলো ব্যাংকিং খাত। অর্থ গচ্ছিত রাখা, অর্থ লেনদেন করা, বিভিন্ন ধরনের ঋণসেবা প্রদান, দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করা, এসএমইর উন্নয়নসহ নানাবিধ কার্যক্রমে ব্যাংকিং খাত সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে।

ব্যাংক এশিয়া সম্পাদনা

ঠিকানা: ইশালমারী বাজার,কুর্শা,মিরপুর,কুষ্টিয়া

এনজিও সম্পাদনা

অত্র কুর্লা ইউনিয়ন পরিষদ এলাকায় এনজিও এর কোন প্রতিষ্ঠান নেই। বিভিন এনজিও গ্রামে গিয়ে অসহায় মানুষের মাঝে ঋন কার্যক্রম প্রদান করে থাকে। যেমনঃ-

দর্শনীয় স্থান সম্পাদনা

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন ১০নং কুর্শা ইউনিয়নের রামনগর, কুর্শা, মিটন গ্রাম এর মাঝখানে তিতুতলা নামক গ্রামে এই স্থানটি অবস্থিত। আর এই স্থানের নাম হলো "তিতু বটতলা"।

 
তিতু বটতলা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুর্শা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬