ব্রাইস পর্বত

কানাডার পর্বত

ব্রাইস পর্বত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের অন্তর্গত এবং আলবার্টা প্রদেশের সীমানায় অবস্থিত ৩,৫০৭ মিটার (১১,৫০৬ ফুট) উচ্চতার একটি পর্বত। এটি কলাম্বিয়া বরফক্ষেত্রের দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত এবং 'আইসফিল্ড পার্কওয়ে' হতে দেখা যায়।[২][৩] পর্বতটির উত্তরাংশ একটি শৈলশিরা দিয়ে কলাম্বিয়া বরফক্ষেত্রের সাথে যুক্ত। উচ্চতার হিসেবে ব্রাইস পর্বত, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পর্বগুলির মধ্যে পঞ্চদশ সর্বোচ্চ পর্বত।[১]

ব্রাইস পর্বত
কলাম্বিয়া বরফক্ষেত্র হতে ব্রাইস পর্বতের উত্তর পৃষ্ঠ
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,৫০৭ মিটার (১১,৫০৬ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৭০৭ মিটার (২,৩২০ ফুট) [১]
স্থানাঙ্ক৫২°০২′২৪″ উত্তর ১১৭°১৯′৪৫″ পশ্চিম / ৫২.০৪০০০° উত্তর ১১৭.৩২৯১৭° পশ্চিম / 52.04000; -117.32917[১]
ভূগোল
অবস্থানব্রিটিশ কলাম্বিয়া, কানাডা
মূল পরিসীমাকানাডিয় রকি পর্বতমালা
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০৩
আরোহণ
প্রথম আরোহণ১৯০২ সালে, জেমস আউটরামক্রিস্টিয়ান কউফম্যান [২]
সহজ পথপাথুরে/তুষার/হিমবাহ আরোহণ

নামকরণ সম্পাদনা

১৮৯৮ সালে তৎকালীন লন্ডন আলপাইন ক্লাবের সভাপতি ভিসকাউন্ট জেমস ব্রাইসের নামানুসারে ব্রিটিশ পর্বতারোহী জন নরম্যান কলি, এই পর্বতের নামকরণ করেছিলেন।[২][৩] ১৯১৪ সালে জিওগ্রাফিক বোর্ড অব কানাডা নামটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।[১]

আরোহণ সম্পাদনা

১৯০২ সালে জেমস আউটরাম এবং ক্রিস্টিয়ান কউফম্যান সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[৩] দুর্গম পথের কারণে পর্বতটিতে খুবই কম আরোহণ করা হয়। তবে সমস্যা নিরসনে সম্প্রতি গতায়ন সুবিধা বাড়ানোর জন্য কিছু সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে।[১]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mount Bryce"Bivouac.com 
  2. "Mount Bryce"PeakFinder.com। সংগ্রহের তারিখ ২০০৪-০৫-১৪ 
  3. "Mount Bryce"ব্রিটিশ কলাম্বিয়া জিওগ্রাফিকাল নেমস। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা