প্রতীক/লোগো সম্পাদনা

আপনি এটার অনুকরণে মন্ত্রিপরিষদ বিভাগের লোগোটি তৈরি করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১২:৩৭, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান ভাই, পিছনের পোস্টারের বাংলাদেশ সরকারের সিলমোহরের নিচে "মন্ত্রিপরিষদ বিভাগ" লিখা সহ অংশটির কথা বলছেন?
আর ভাই লোগোটি কি Cabinet Division.svg এর সাথে মিল রেখে করা যায় কি, অর্থাৎ "মন্ত্রিপরিষদ বিভাগ" ও "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" লেখাটি বাংলাদেশ সরকারের সিলমোহরের পাশে?
ধন্যবাদ- Xi Knight (আলাপ) ১৯:৩৯, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Xi Knight, হ্যাঁ, পিছনের পোস্টারের অনুকরণে। আমি বেশ কিছু ব্যানার/পোস্টারে ঐ রকম দেখেছি। আমার মনে হয় ঐভাবে মিল রেখে করলে ভালো। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪২, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা ভাই Xi Knight (আলাপ) ১৯:৪৩, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
অনেকদিন হয়ে গেল। সম্ভব হলে এটা দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩২, ৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই দুঃখিত। ব্যাস্ততার কারণে ভুলেই গিয়েছিলাম। এখানে আপলোড করে দিয়েছি। Xi Knight (আলাপ) ০৬:০৬, ১১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রতীক/লোগো সম্পাদনা

আপনি দয়া করে বিএএফ শাহীন কলেজ ঢাকা এর SVG লোগো যুক্ত করে দিতে পারবেন? 2400:C600:336A:2D36:C9D2:4AB0:17DE:1363 (আলাপ) ১৩:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে Xi Knight (আলাপ) ১০:০৪, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন! সম্পাদনা

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৯, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Xi Knight,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সম্পাদনা

@Xi Knight ভাই আশাকরি আপনি ভালো আছেন। আপনি কি কষ্ট করে একটু আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর লোগো টিকে svg ফরম্যাট করে উইকিতে আপলোড করতে পারবেন। আমি বড়ই খুশি হতাম যদি আপনি যদি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর লোগো টা vectorize করে দেন। অগ্রিম ধন্যবাদ। R1F4Tআলাপ ১০:০২, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা ভাই করে দিব। Xi Knight (আলাপ) ১০:০৯, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T   করা হয়েছে Xi Knight (আলাপ) ১৮:৩২, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ R1F4Tআলাপ ০৩:০৬, ১১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্পাদনা

দয়া করে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর লোগোটি SVG করেদিলে ভালো হতো। 103.230.105.39 (আলাপ) ১৩:৩৬, ৮ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা ভাই করে দিব Xi Knight (আলাপ) ১৮:৩২, ১০ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন