বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

পুনর্নিদেশ সম্পাদনা

জনাব শাফায়াত ইসলাম, শুভেচ্ছা নিবেন। আমি খেয়াল করেছি আপনি লাল লিঙ্ক নীল করতে কিছু অপ্রয়োজনীয় পুনর্নিদেশ দিচ্ছেন। যদি পারেন, নিবন্ধগুলি সৃষ্টি করেন। দয়া করে এই রকম পুনর্নিদেশ দিবেন না। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৬:৫০, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

অপ্রয়োজনীয় বলতে এই কয়েকটাকে (সো ইউ থিঙ্ক ইউ ক্যান ড্যান্স, আসমান সে আগে, জাস্ট ডান্স, সুপার ডান্সার , জারা নাচকে দিখ, ক্রেজি কিয়া রে , বূগী ঊগী, ঝলক দিখলা জা) বুঝিয়েছি। বাকী পুননির্দেশ ঠিক আছে। আপনার সম্পাদনা ভালো হচ্ছে। চালিয়ে যান। --আফতাব (আলাপ) ১৭:০০, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় রিয়েলিটি টিভি সিরিজ সম্পাদনা

জনাব আফতাবুজ্জামান, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। একজন নতুন উইকিপিডিয়ান হিসেবে আপনার এই পরামর্শ আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি স্বীকার করছি যে, আসমান কে আগেজারা নাচকে দিখা এই দু'টি শো আমি আসলেই লাল লিঙ্ক নীল করতে পুননির্দেশ দিয়েছি। কিন্তু বাকি নিবন্ধগুলি অপ্রয়জনীয় ছিল না। আমি ব্যাক্তিগতভাবে ভারতীয় রিয়েলিটি টিভি শো (বিশেষত নৃত্যবিষয়ক) খুব পছন্দ করি এবং নিয়মিত দেখি। এই নিবন্ধগুলি ইংরেজী উইকিপিডিয়াতে রয়েছে। তাছারা আমার কাছেও ব্যাক্তিগতভাবে এর বিভিন্ন তথ্য রয়েছে যার সাহায্যে আমি নিবন্ধগুলি সম্প্রসারন করতে আগ্রহী। উইকিপিডিয়াতে কোন নিবন্ধগুলি অন্তর্ভুক্ত করা যাবে তা আমি বিস্তারিতভাবে না পরলেও এক পলক দেখে নিয়েছি। আমার মনে হয় বাকি নিবন্ধগুলি উইকিপিডিয়াতে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। তবে একজন অভিজ্ঞ উইকিপিডিয়ান হিসেবে আপনিই এ ব্যাপারে সঠিক রায় দিতে পারবেন। নিম্নে আমি এই বাকি নিবন্ধগুলি সংক্ষেপে সঙ্গায়িত করলাম।

  • So You Think You Can Dance একটি আন্তর্জাতিক রিয়েলিটি টেলিভিশন সিরিজের ফ্র্যাঞ্চাইজ যার ভারতীয় শো So You Think You Can Dance (India)
  • Just Dance হৃতিক রোশনফারাহ খান কতৃক পরিচালিত খুবই জনপ্রিয় ও ব্যায়বহুল টিভি শো ছিল।
  • {Super Dancer ২০১৬ সালে শুরু হওয়া শিশুদের নৃত্য প্রতিযোগিতামূলক রিয়েলিটি টিভি সিরিজ যা ভারত সহ বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। এর ২য় মৌসুম এখনও চলছে সনি টিভিতে
  • Boogie Woogie সুপার ডান্সার এর মত সনি টিভিতে সম্প্রচারিত রিয়েলিটি সিরিজ ছিল যার মোট ৭ টি শো অনুষ্ঠিত হয়।
  • পরিশেষে Jhalak Dikhhla Jaa সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক টিভি সিরিজ ফ্র্যাঞ্চাইজ Dancing with the Stars এর ভারতীয় সংষ্করণ। এখানে সুপরিচিত পেশাদারী নৃত্যশিল্পীদের সাথে ছোট ও বড় পর্দার অভিনেতা/অভিনেত্রীরা প্রতিযোগিতা করেন।

উক্ত নিবন্ধগুলি আমি পৃথকভাবে তৈরী করতে চেয়েছিলাম। তাই আপাতত হিন্দি ভাষার টেলিভিশন নৃত্যানুষ্ঠান এই নিবন্ধে পাতাগুলো পুননির্দেশ করে রেখেছিলাম। এখন আমি কি উক্ত নিবন্ধগুলি (যা আপনি কিছুক্ষণ আগে মুছে ফেললেন) তৈরী করতে পারব? এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি। --শাফায়াত ইসলাম (আলাপ) ১৮:২৮, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ:পার্থক্য/2933084 --আফতাব (আলাপ) ১৮:৫৫, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন সম্পাদনা

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:১৯, ১৯ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন