বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

অক্টোবর 2019 সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন মাসিক আদর্শ নারী-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

  অনুগ্রহ করে উইকিপিডিয়ায় প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না, যা আপনি মুফতী আবুল হাসান শামসাবাদী পাতায় করেছেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে রচিত কোনো পণ্য বা সেবা সম্পর্কিত গঠনমূলক নিবন্ধ যদিও উইকিপিডিয়ায় উৎসাহিত করা হয়ে থাকে, কিন্তু উইকিপিডিয়া যেহেতু কোনো প্রচারযন্ত্র নয় তাই পন্য বা সেবা সংস্থার প্রচারনার কাজে উইকিপিডিয়াকে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৯, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

  দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়াতে বিজ্ঞাপন ও প্রচারণামূলক তথ্য সংযোজন করা অব্যাহত রাখেন, তবে আপনাকে উইকিপিডিয়া সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৫০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


@NahidSultan: জনাব, নিবন্ধটার সম্পাদনাকে কোন দিক দিয়ে আপনার কাছে ধ্বংসাত্মক মনে হল জানতে পারি? মাসিক মদিনার পেইজটি তো এই সিস্টেমেই লেখা। যেটি উইকিপেডিয়াতে রয়েছে। আমরা তো ওটাকে ফলো করেই লিখেছি। ওটা থাকতে পারলে এটা কেন পারবে না? যদি আপনার কাছে প্রচারণা মনে হয়, তাহলে যে বাক্যগুলোতে প্রচারণার গন্ধ পেয়েছেন সেগুলো রিমুভ করে প্রকাশ করে দিন না প্লিজ। আমাদের সাধ্যমতে যতটুকু নিরপেক্ষ থাকা সম্ভব আমরা থেকেছি। - সাঈদ আল হাসান (আলাপ) ০৬:১৭, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

একটি নিবন্ধ যুক্ত করতে সাহায্য প্রয়োজন সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

বাংলাদেশে প্রচলিত যে কয়েকটি ইসলামী পত্রিকা রয়েছে, তার মধ্যে মাসিক আদর্শ নারী শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। যার বর্তমান সার্কুলেশন ৪০০০০এর বেশি, যেটা এক সময় লাখ খানেক ছিল। তথ্যটি দেয়ার উদ্দেশ্য পত্রিকাটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণা দেয়া। এই পত্রিকাটির ব্যাপারে সবাইকে জানানোর জন্যে উইকিপেডিয়াতে একটি নিবন্ধ লিপিবদ্ধ করা আবশ্যক বলে মনে করি। কাজেই সম্মানিত উইকিপেডিয়ানদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনুগ্রহপূর্বক নিবন্ধটি পাবলিশ করার প্রয়াস হাতে নিন। তথ্য যা প্রয়োজন হবে আমি সরবরাহ করতে পারব ইনশা আল্লাহ । ধন্যবাদ -- সাঈদ আল হাসান (আলাপ) ১০:৫৬, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Saidalhasan: নিবন্ধটি তৈরির ক্ষেত্রে যদি আপনি প্রয়োজনীয় তথ্য ও নির্ভরযোগ্য তথ্যসূত্র পান তাহলে নিবন্ধটি আপনার ব্যক্তিগত খেলাঘরে তৈরি করেন। নিবন্ধ তৈরি শেষ হলে পরবর্তীতে মূল পাতায় স্থানান্তর করে নিতে পারবেন অথবা আমাকে জানাতে পারেন। যেকোনো প্রয়োজনে/সমস্যায় আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:২৭, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মাসিক আদর্শ নারী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মাসিক আদর্শ নারী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসিক আদর্শ নারী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ১৯:০৩, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@S. M. Nazmus Shakib: অপসারণ প্রস্তাবনার জন্যে ধন্যবাদ। ঠিক কী কারণে নিবন্ধটি অপসারণ করা হতে পারে জানালে কৃতার্থ হব। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সবরকম ভুল তথ্য ও পক্ষপাতিত্ব মূলক বাক্য থেকে নিবন্ধটিকে মুক্ত রাখতে। নিবন্ধটিতে যদি ভুলভাল বা পক্ষপাতিত্ব মূলক কোন বাক্য থেকে থাকে তাহলে ঐ বাক্যকে পরিশুদ্ধ করে আমরা নিবন্ধটি বহাল রাখতে পারি। ধন্যবাদ। - সাঈদ আল হাসান (আলাপ) ১৯:২৩, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসিক আদর্শ নারী পাতায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে নিবন্ধটি কেন উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করে না।--S. M. Nazmus Shakib (আলাপ) ১৯:৩৯, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মাসিক আদর্শ নারীর নিবন্ধ প্রসঙ্গে পরামর্শ সম্পাদনা

জনাব সাঈদ আল হাসান, আমি লক্ষ্য করেছি যে বেশ কয়েকবার নিবন্ধটি উইকিপিডিয়া থেকে অপসারিত হওয়ার পরেও আপনি নিজের ব্যবহারকারী পাতার উপপাতায় নিবন্ধটি দাঁড়া করানোর চেষ্টা করছেন। তবে একজন উইকিপিডিয়ান হিসেবে আমার ব্যক্তিগত মত হচ্ছে, আসলেই বর্তমান প্রেক্ষাপটে নিবন্ধটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা অনুযায়ী থাকার যোগ্য নয়, তাই আপনার এই চেষ্টা ফলপ্রসু হওয়ার ব্যাপারে আমি সন্দিহান। নিবন্ধটিতে তথ্যসূত্রের অপযার্প্তা রয়েছে, রয়েছে সূত্রের ও লেখনীর নিরপেক্ষতার ইস্যু। আর পত্রিকারটি সহযোগী সম্পাদক সাঈদ আল হাসান এবং আপনি সম্ভবত একই ব্যক্তি আর সেক্ষেত্রে এই নিবন্ধ সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার সম্পাদনা উইকিপিডিয়ার উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত নীতিমালা অনুসারে সেভাবে গ্রহণযোগ্য নয় ও খুব নৈতিকও নয়। আমি ব্যাপারগুলো শুধু আপনাকে জানিয়ে রাখলাম, কারণ আমার ব্যক্তিগতমতে এই প্রচেষ্টা আপনার মূল্যবান সময়ের অপচয় বৈ কিছুই নয়। — তানভির১৩:১৩, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Wikitanvir: মূল্যবান মতামতের জন্যে ধন্যবাদ। আমরা আসলে বিজ্ঞাপন বা প্রচারণার জন্যে না বরং যারা এই পত্রিকা সম্পর্কে কিছুই জানে না তাদেরকে শুধু পত্রিকা সম্পর্কে কিছু তথ্য দেয়ার উদ্দেশে নিবন্ধটি প্রকাশ করতে চাইছি এবং সেটা একেবারেই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। আপনার কাছে পরামর্শ চাইছি, ঠিক কীভাবে সাজালে আপনারা এটিকে নিরপেক্ষ বলে বিবেচিত করবেন? অথবা অনুগ্রহপূর্বক আপনি আমার খেলাঘরের খসড়াটি অসম্পূর্ণ ট্যাগ দিয়ে হলেও পাবলিশযোগ্য করে সম্পাদনা করে দিতে পারবেন কি না একটু কষ্ট করে? একদম নিজের মত করে প্লিজ? অনেক কৃতজ্ঞ থাকব। যেহেতু আমরা প্রকাশ করলে এটা উইকিপেডিয়ার নীতিবিরুদ্ধ হয়ে যায় কাজেই আমরা আর এটি পাবলিশে হাত দিচ্ছি না। আপনাদের শরণাপন্ন হচ্ছি। শ্রদ্ধা জানবেন। ধন্যবাদ -- সাঈদ আল হাসান (আলাপ) ১৩:৩৮, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ছোট্ট একটি সাহায্য প্রয়োজন সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমার ব্যবহারকারী পাতায় বহিঃসংযোগ সেকশনটিকে উপরের লাইন থেকে পৃথক করা যাচ্ছে না। উপরের প্যারার সাথে লেগে যাচ্ছে। br ট্যাগ দিয়েও কাজ হচ্ছে না। কিভাবে পৃথক করা যেতে পারে? -- সাঈদ আল হাসান (আলাপ) ০২:১০, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Saidalhasan:   করা হয়েছে, হইছে কিনা দেখেন, নাকি অন্য রকম করতে হবে? - আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:০৯, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon: কিন্তু আমি আমার পিসি থেকে কোন পরিবর্তন দেখতে পাচ্ছি না। সেই আগের মতই লেগে আছে। এখানে দেখুন https://prnt.sc/pt0g2d । ধন্যবাদ - সাঈদ আল হাসান (আলাপ) ০২:১০, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আমি এখানে চেষ্টা করেছি, চাইলে দেখতে পারেন ও উৎস কপি করে নিজের পাতায় চেষ্টা করে দেখতে পারেন। — তানভির১৪:৩৩, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তবে আপনি যেভাবে ডিজাইন করেছেন তা বিভিন্ন মাধ্যমে (বিভিন্ন রেজোলিউশন বা মোবাইলে) সুন্দর করে দেখানো উইকিটেক্সটের মাধ্যমে খুব-ই দুরুহ হবে, ভালো সময় সাধারণ রাখার চেষ্টা করলে। — তানভির১৪:৩৬, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir: জি এটা দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। - সাঈদ আল হাসান (আলাপ) ১৫:০৬, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

কপি এর প্রসঙ্গে সম্পাদনা

জনাব, Saidal Hasan...

সালাম নিবেন। আমি আপনার উইকি পেইজ থেকে কিছু সংখ্যক টেমপ্লেট কপি করে আমার উইকি পেজের বায়োতে যুক্ত করেছি। এখন এটা আমি নিয়মিত ব্যবহার করতে পারি কী (অনুমতিক্রমে)। Shisir55 (আলাপ) ২২:০৮, ১১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জি। কোন সমস্যা নেই। ধন্যবাদ। সাঈদ আল হাসান (আলাপ) ০৪:০৯, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পাতা প্রচাররের জন্য সম্পাদনা

জনাব, সালাম নিবেন! আমার তৈরিকৃত পাতা আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় কে অপসারণ করার জন্য অভিযোগ করেছে। আমি যে পাতাটি তৈরি করেছি এটি সর্ম্পূন সত্য তথ্য দিয়ে তৈরি করেছি। তবুও অপসারণ করার জন্য অভিযোগ করার কারণ কী...? আপনি কী আমাকে এই পাতাটি স্থায়ী করতে কোন রকম সাহায্য করতে পারেন। Shisir55 (আলাপ) ১৪:১১, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়াতে কোন ধরনের বিজ্ঞাপন বা প্রমোশন গ্রহণ করা হয় না। আপনার পাতাটি নিশ্চই বিজ্ঞাপনের সাথে কোন মিল পাওয়া গেছে, তাই রিমুভ করা হয়েছে। আপনি কোন প্রশাসককে বলুন পাতাটি এড করে দিতে। আমি প্রশাসক নই। সাঈদ আল হাসান (আলাপ) ১৪:৩২, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন