সাহায্য সম্পাদনা

আমি জীববিজ্ঞান বই থেকে ফিয়োফাইটা অংশটি টাইপ করেছি। এটি যেকোনো জীববিজ্ঞান বইতে পাওয়া যাবে, এবং সবগুলো বই কপিরাইট করা, আমার প্রশ্ন হচ্ছে, সরাসরি কোনো বই থেকে কপি করা ঠিক হবে কিনা? ধন্যবাদ!

উইকিপিডিয়ায় আপনার অবদানকে স্বাগত জানাচ্ছি। এককথায় শুধু বই নয় কপিরাইটেড যে কোন কিছু উইকিপিডিয়ায় যুক্ত করা যাবে না, চিত্রের ক্ষেত্রে কিছু কিছু ফেয়ার ইউজ পলিসিতে ব্যবহার করা যায়। যে নিবন্ধটি তৈরি করেছেন সেটি কপিরাইটের আওতায় অপসারণ করা হতে পারে। আপনি যে নিবন্ধটি তৈরি করেছেন তা কিন্তু ইংরেজি উইকিপিডিয়ায় রয়েছে সুতরাং সেখান থেকে অনুবাদ করে যুক্ত করতে পারেন। তাহলে কপিরাইটের সমস্যা থাকলো না বা আপনি প্রয়োজনীয় তথ্যসূত্রও খুঁজে পেলেন। আর আপনার ব্যবহারকারী পাতাটি (ব্যবহারকারী:Rabiul Hasan Lincoln) আপনার সম্পর্কে তথ্য রাখার জন্য। অন্য যে কোন আলোচনার জন্য এই পাতাটি বা সংশ্লিষ্ঠ আলাপ পাতা ব্যবহার করবেন। যেখানে আপনি কোন আলোচনা শুরু করবেন সেখানে আপনার বার্তা লেখার পর চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করে আপনার স্বাক্ষর করবেন। শুধুমাত্র চিহ্ন চারটি ব্যবহার করলেই অটোমেটিক আপনার স্বাক্ষর ও তারিখ যুক্ত হয়ে যাবে। উইকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য অপনার আলাপ পাতার স্বাগতম বার্তাটি পড়ে দেখতে পারেন। আশা করি উইকির পরিবেশ আপনার কাছে ভালো লাগবে এবং নিয়মিত থাকবেন। কোন সাহায্যের প্রয়োজন হলে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৩, ৯ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ! লিংকন (আলাপ) ১৫:৫৭, ৯ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে তথ্যসূত্র যোগ প্রসঙ্গে সম্পাদনা

লিংকন ভাই, আপনি নিবন্ধে তথ্যসূত্র যেভাবে যোগ করছেন তা ঠিক হচ্ছে না। তথ্যসূত্র যোগ করতে এই টেমপ্লেট <ref name="রেফারেন্সের নাম">{{cite web | title= ওয়েবসাইটে দেয়া শিরোনাম | url= ওয়েবসাইট লিংক}}</ref> ব্যবহার করতে পারেন। এছাড়াও বই , সংবাদপত্র এবং ওয়েব উদ্ধৃতি দিতে নিচের টেমপ্লেটগুলো ব্যবহার করুন।

  • <ref>{{cite news | title= | url= | accessdate=|newspaper=}}</ref>
  • <ref>{{cite web | title= | url=}}</ref>
  • <ref name="">{{cite book | author= | title= | publisher= | isbn= | year= | page=}}</ref>

আরো প্রশ্ন থাকলে করতে পারেন। শুভ কামনা রইল। S Shamima Nasrin (আলাপ) ২১:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

 
সুপ্রিয় Rabiul Hasan Lincoln,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~