স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Hedayetur Rahman, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ০৯:৪৫, ২২ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন


আমি কোন নিবন্ধে ছবি যোগ করতে পারছি না --Hedayetur Rahman (আলাপ) ১০:৫৬, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে ছবি যোগ করা সম্পাদনা

নিবন্ধে ছবি যোগ করার জন্য সম্পাদনা পাতা থেকে সরাসরি ছবি আপলোড করার কোনো সুযোগ নেই। যে ছবিটি যোগ করা প্রয়োজন সেটি আগে সেটি আগে থেকেই আপলোড করে নিতে হবে। উইকিপিডিয়ার সকল প্রকল্পের ছবি উইকিমিডিয়া কমন্সে সংরক্ষন করা থাকে। নতুন ছবি আপলোডের ক্ষেত্রেও সেখানেই আপলোড করতে হবে। তবে কিছু কছু ব্যতি্রম ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াতেও সরাসরি ছবি আপলোড করা হয়।

নতুন ছবি আপলোডের পূর্বে অবশ্যই এই পাতাটি থেকে আপলোডের নিয়ম গুলো জেনে নিন উইকিপিডিয়া:ছবি আপলোড

আর আগে থেকে আপলোড করা কোনো ছবি যোগ করার পদ্ধতি জানতে দেখুন এই পাতাটি উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন#চিত্র

আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সমাধান না হলে আমার আলাপ পাতায় লিখুন।

ধন্যবাদ

-- নাসির খান সৈকতআলাপ ১৩:৫২, ২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

যুক্তাক্ষর সমস্যা সম্পাদনা

উইকিপিডিয়া এর কোন নিবন্ধ সম্পাদনার ক্ষেত্রে এ-কার(ে), ও কার (ো) এবং কিছু যুক্তাক্ষর ভেঙ্গে যায় ফলে আমি সরাসরি তা সম্পাদনা করতে পারি না। এজন্য আমাকে MS Word এর সাহায্য নিতে হয়। কিন্তু ঐ নিবন্ধটিই সংরক্ষণ করার পর তা দেখতে আর কোন সমস্যা হয় না। অর্থাৎ শুধু সম্পাদনার ক্ষেত্রে এই সমস্যা এর সমাধান দিলে উপকৃত হব।--Hedayetur Rahman (আলাপ) ০৭:৫৭, ৫ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপনার সমস্যার কাছাকাছি যেতে পারছি না হয়তো, তবে আপাতত আপনাকে একটা পথ বাতলে দিচ্ছি, কাজে লাগতে পারে: আপনি সম্পাদনা শেষে "সংরক্ষণ" বোতামে ক্লিক করার আগে "প্রাকদর্শন" বোতামে চাপ দিয়ে ঠিকঠাক দেখাচ্ছে কিনা, অর্থবোধক হয়েছে কিনা দেখে নিতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান কেউ দেবার চেষ্টা করবেন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আপনার ব্রাউজারে বাংলা দেখার জন্য সঠিক ফন্টটি নির্ধারণ করে দেয়া নেই। আপনি কোন ব্রাউজার এবং বাংলা লেখার জন্য কি সফটওয়্যার ব্যবহার করছেন সেটি জানানে হয়তো সাহায্য করতে পারো। --নাসির খান সৈকতআলাপ ১৫:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন