স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Deeptamoso, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ২২:১২, ১৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপনার সম্পাদনা সম্পাদনা

তসলিমা নাসরিন নিবন্ধে আপনি মন্তব্যমূলক অনিরপেক্ষ বক্তব্য যোগ করে চলেছেন। উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে এই রকমের পর্যালোচনা বা মন্তব্য নিবন্ধে যোগ করা একেবারেই চলবে না। দয়া করে আপনার লেখা বার বার যোগ না করে রেফারেন্স সহ বিতর্কের বিষয়গুলো যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৫৮, ১৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন


দয়া করে ভদ্র ভাষায় কথা বলুন। উইকি আর ব্লগের মধ্যে পার্থক্য আছে, সেটা না বুঝলে দুঃখজনক।

আর উইকিপিডিয়াতে কোনো নিবন্ধ বা পাতার কোনো মালিকানা নেই। "আপনার" নিজের সম্পত্তি এখানে কিছুই নেই। লেখা যা লিখবেন, দরকার মতো অন্য্রা তা সম্পাদনা করবেই।

এবার আসি আপনার লেখার ব্যাপারে। হাবিজাবি অজস্র লিংক জড়ো করার কোনো দরকার বিশ্বকোষের নিবন্ধে নেই। বইটির সম্পর্কে দুনিয়াতে যতো লিংক আছে, সব লিংক যোগ না করে প্রয়োজনীয় কিছু লিংক এখানে দেয়াই যথেষ্ট।

"সর্বপ্রধান নারীবাদী বই"??? বেশ, প্রমাণ দিন কীভাবে এটা সর্বপ্রধান। রেফারেন্সটা দিলে সর্বপ্রধান, সর্বোত্তম, ইত্যাদি যেকোনো বিশেষণ দিতে সমস্যা নেই, কিন্তু আপনি সেটা ছাড়া যখন সর্বপ্রধান লিখেন, তখন সেটা আপনার ব্যক্তিগত মতামতের নামান্তর। উইকিপিডিয়াতে সেটা ব্যবহার করা যাবে না।

পরিশেষে আমি কাটমোল্লা কী না, সেই রকম ব্যক্তিগত আক্রমণে না গিয়ে নিবন্ধের মানোন্নয়নে মনোনিবেশ করার জন্য অনুরোধ করছি। নিবন্ধে কেবল বিভিন্ন ঘটনাকে রেফারেন্সসহ উল্লেখ করা হলে সেটার নিরপেক্ষতা আপনা থেকেই এসে যায়। বিশেষণ, আবেগময় বাক্য ইত্যাদি না যোগ করে কেবল জীবনীর ঘটনা যোগ করুন। তসলিমা নাসরিনের লেখার বিশ্লেষণ আপনার করার কোনো প্রয়োজন নেই। পর্যালোচনা করার দরকার থাকলে বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে সেটা যোগ করুন, যেমন "সাহিত্য সমালোচক অমুকের মতে তসলিমার লেখা তমুক রকমের (সূত্র)" এরকম। সেটা না লিখে যদি আপনি নিজে রায় দিয়ে দেন, "তসলিমার লেখা তমুক রকমের" -- সেরকম মৌলিক মন্তব্য উইকিপিডিয়াতে ব্যবহার করা যাবে না।

পরিশেষে এই পাতার উপরের অংশে আপনার জন্য কিছু পরামর্শমূলক লিংক রয়েছে (স্বাগত বার্তায়)। সেগুলো একটু সময় নিয়ে পড়ার জন্য অনুরোধ করছি। --রাগিব (আলাপ | অবদান) ০৯:০০, ১৮ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বিষয়টি শুধুমাত্র তসলিমা নাসরিনের ক্ষেত্রে নয়, উইকিপিডিয়ার যে কোনো নিবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উইকিপিডিয়া বিশ্বকোষ, সাহিত্য সমালোচনা বা পাঠ্যসহায়িকা নয়। বিশ্বকোষ তথ্যের আকর; নিছক তথ্য নিয়েই তার কারবার। তথ্যের বাইরে সমালোচনা, আলোচনা, মন্তব্য বা অন্য কোনো কিছু যা নিজস্ব গবেষণালব্ধ, তা বিশ্বকোষে স্থান পাওয়ার যোগ্য নয়। সমালোচনা-আলোচনা রাখতে হলে, "অমুকের মতে" বলে তা বলতে হবে।

যেসব তথ্য দেওয়া হয়েছে ("আপনার কথার জবাবে আমি শুধু একটা কথাই বলব, আপনি বা আপনারা তসলিমা নাসরিনের বাংলা উইকিতে যে কথাগুলো লিখে রেখেছেন, সেগুলোকে কোন যুক্তিতে নিরপেক্ষ বলা যায় দয়া করে আমাকে বোঝান" উক্তির পরিপ্রেক্ষিতে বলছি), তা যদি কোনো অবদানকারীর অনিরপেক্ষ মনে হয়, তা নিয়ে তিনি অবশ্যই আলাপ পাতায় আপত্তি তুলতে পারেন। সেক্ষেত্রে সম্মিলিতভাবে আলোচনার পর যদি লেখাটিকে নীতিবিরোধী মনে হয়, তবে তা বাদ দেওয়া যাবে।

তবে সর্বাগ্রে উইকিপিডিয়ায় লেখার নিয়মাবলি সম্পর্কে অবহিত হওয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষত, অপর অবদানকারী সম্পর্কে (সে তিনি প্রশাসকই হোন, আর সাধারণ অবদানকারীই হোন) ভাষার ব্যবহারে সংযত থাকার পরামর্শ দিচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ১৪:২০, ১৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপত্তি আমি অনেক আগেই তুলেছি।

আপত্তি তোলার নিয়ম হল, নিবন্ধের আলাপ পাতায়, নিবন্ধের কোন বক্তব্যটি আপনার অনিরপেক্ষ মনে হয়েছে, সেটি উদ্ধৃত করে, কেন সেটিকে অনিরপেক্ষ মনে হয়েছে, তা ব্যাখ্যা প্রদান। আপনি অপর একজন অবদানকারীর আলাপ পাতায় আপত্তি তুলেছেন। সেটি সঠিক পন্থা নয়। এই ক্ষেত্রে আপনি আলাপ:তসলিমা নাসরিন পৃষ্ঠায় নিয়ম অনুযায়ী আপত্তির বিষয়টি উত্থাপন করুন। আলোচনার মাধ্যমে লেখার কার্যকারণ ব্যাখ্যা করা যাবে। আর অনুগ্রহ করে, মন্তব্যের পর সাক্ষর করুন। --অর্ণব দত্ত (আলাপ) ১৫:০৫, ১৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন