স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Ayan.mukherjee, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৩২, ৮ মার্চ ২০০৭ (UTC)

Hi অয়ন, দারুন ব্যাপার। লিখতে শুরু করে দাও। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৩৩, ৮ মার্চ ২০০৭ (UTC)

ত্রিভুজ#অসমতলীয় জ্যামিতিতে ত্রিভুজ দেখতে পারো। আমার অঙ্কের জ্ঞান সীমিত। তবে এখানে লিখতে হলে হয়তো তোমার terminology translation-এ সাহায্য লাগতে পারে। প্রথমে গণিত পরিভাষা দেখ। তাতে না হলে Zaheen অর্ণব এব্যাপারে সাহায্য করতে পারবে- talk to user:Zaheen. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৪০, ৮ মার্চ ২০০৭ (UTC)

Category:গণিত এবং এর অধীনস্ত ক্যাটেগরিগুলোতে দেখতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৯, ৮ মার্চ ২০০৭ (UTC)

এছাড়া আবার দেখো প্রবেশদ্বার:গণিত, যার লিঙ্ক তোমায় orkut-এ পাঠিয়েছিলাম। কিন্তু ইউনিকোডে দেখতে কিম্ভুত লাগছিল! :) --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৬:৫৪, ৮ মার্চ ২০০৭ (UTC)

ইলিপ্টিক ফাংশন সম্পাদনা

এর বাংলা পরিভষা আমি আপাতোতো জানিনা। কিন্তু তুমি ইলিপ্টিক ফাংশন-এর উপর ক্লিক করে আপাততঃ তৈরী করতে পারো। পরে উপবৃত্তীয় ফাংশন বা যাই নাম আলোচনা করে স্থির হবে তাতে রিডাইরেক্ট করে দেওয়া যাবে। ইংরাজী উইকপিডিয়াতে একটা ছোট আর্টিক্ ল আছে। তোমার সেটা মনঃপুত হবার সম্ভাবনা কম। তবে en:Elliptic_function দেখতে পারো আর বাংলা নিবন্ধটা লিখলে তার নীচে [[en:Elliptic_function]] লিখে দিলে ইংরাজীর ইন্টারুইকি লিঙ্কটা বাম দিকে দেখা যাবে। আর [[Category:গণিত]] লিখলে Category:গণিতে যোগ হয়ে যাবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:০৭, ৮ মার্চ ২০০৭ (UTC)

আর ফর্মুলা লিখতে হলে দেখ Help:Displaying a formula --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৪৪, ৮ মার্চ ২০০৭ (UTC)