বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আমার ভাষা আমার ভালোবাসা সম্পাদনা

পৃথিবী জুড়ে এমন একটি জাতি পাওয়া যাবে যে জাতি তার মাতৃভাষা জন্য নিজেকে উৎসর্গ করেছে। তবে বাঙ্গালিজাতি তার ব্যাতিক্রম। তারা নিজভাষার জন্য নিজের মায়ের মুখে থেকে শেখা মাতৃভাষার জন্য নিজের জীবন দেয়ে দিতেও পিছ পা হয়নি। মৃত্যুকেও বরণ করে নিয়েছে অনাআসে। দেশ, ধর্ম, জাতি, রাজনীতি নিয়ে তো অনেকেই জীবন দিয়ে শহিদ। তবে ভাষার জন্য জীবন দেয় এমন শহিদ দুনিয়াতে বাঙ্গালিজাতির মতো আর একটি জাতি নেই। তাই তো ইংজেরি হিন্দি ভাষা নয় বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি বাঙ্গালি, আমি গর্বিত সৈয়দা সামিয়া জাহান (আলাপ) ১৪:৩৩, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন