'তিস্তা নদীর জল' তিস্তা নদীর পানির ন্যায্যতার দাবিতে রংপুর অঞ্চলের একটি জনপ্রিয় ভাওয়াইয়া গান। রংপুর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানির দাবিতে আন্দোলন করে আসছে। পানির অভাবে রংপুরের আশেপাশের কয়েকটি জেলা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। 'টঙ্গের গান' নামক একটি সাংস্কৃতিক গোষ্ঠী এই গানটির মাধ্যমে এই আন্দোলনকে আরও বেগবান করেছেন। গানটি লিখেছেন সাজু বাঙ্গালী।

গানের লিরিক্স

হামরা তোর না চাই দালান-কোঠা ওরে- না চাও রংমহল ফিরাইয়া দেন হামাক্ তোমরা তিস্তা নদীর জল।।

গজল ডোবায় বাধিয়া বাঁধ তিস্তা নদীর বাঁকে ভারতীরা নেয় রে পানি না দ্যায় আজ হামাকে । আষাঢ় শাওন ভাঙ্গে রে পাড়- চৈত্রে শুকায় তল ।।

তিস্তা নদীর বুকত বাহে নাইরে আজি পানি পানির বাদে হোইল্ মরু মোর সোনারও ভুঁই খানি । বিল বাওর সব গ্যাইল্ শুকায়ে- পানি নাই টিউবল ।।

রংপুরেরও মানষি হামরা সগায় হাইলা চাষি চৈত্র-বৈশাখ পোহাই খরা আষাঢ়ে বান ভাসি । বুনিলে বীজ জমিত বাহে- না ফলে ফসল।।