বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

মাসুদুল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

মাসুদুল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসুদুল হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)২০:০৯, ২২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা নিবেন। মাসুদুল হক একজন যোগ্য ব্যক্তি। হতে পারে তার সম্পর্কে তথ্যসূত্র সেভাবে সংযুক্ত করা যায়নি বা সংযুক্ত করতে পারিনি। আমি উইকিপিডিয়ায় নিবন্ধ লেখায় একেবারে নতুন ও কাঁচা। শুধু চাই নিবন্ধটি থাকুক। নিবন্ধে উল্লেখিত তথ্য সত্য। প্রয়োজনে এর মান উন্নয়নে সম্পাদনা করতে পারেন। আমি সাধ্যমত সাহায্য করব। ভালো থাকবেন। তুষার শুভ্র বসাক (আলাপ) ০২:৫৫, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুধী, শুভেচ্ছা নিন। আমি কোথাওই তথ্যের সত্যতা বা উনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলিনি। আসলে, উইকিপিডিয়ায় কারো জীবনী লিখতে হলে তাঁকে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) নীতিমালায় উত্তীর্ণ হতে হয়। উনি কি এই নীতিমালার কোনো শর্ত পূরণ করেছেন? যদি করে থাকেন, তাহলে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসুদুল হক পাতায় সেটা জানান। এ পাতার আলোচনার ভিত্তিতেই উইকিপিডিয়ার প্রশাসকগণ নিবন্ধটি রাখা/অপসারণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। —গোলা মুকি(আলাপ)১৯:২৫, ২৬ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জুন 2021

সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি MdsShakil। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি মামুনুল হক-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:৩২, ৬ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন