বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

মার্চ 2021 সম্পাদনা

  Welcome to Wikipedia. I have noticed that some of your recent genre changes, such as the one you made to হাজেরা, have conflicted with our neutral point of view and verifiability policies. While we invite all users to contribute constructively to Wikipedia, we urge all editors to provide reliable sources for edits made. When others disagree, we recommend you to seek consensus for certain edits. Thank you. আমি পাতাটি পুনরায় স্থানান্তর করেছি এবং সেই সাথে পুনর্নির্দেশ তৈরি করেছি, যাতে আপনি দ্বিতীয়বার সেই নামে স্থানান্তর করতে না পারেন।Meghmollar2017আলাপ১৬:০৯, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

  স্বাগতম, আমি ShazidSharif। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি খ্রিস্ট ধর্ম পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ সাজিদআলাপ ১৩:৩৫, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

খ্রিস্টীয় ক্রুশ সম্পাদনা

সুধী, আপনার তৈরিকৃত খ্রিস্টীয় ক্রুশ নিবন্ধে নিবন্ধ টহল নীতিমালা অনুসারে ভাষা সম্প্রসারণ ট্যাগ লাগানো হয়েছে কারণ নিবন্ধ টি অসম্পূর্ণ ও গুরুত্ব বিবেচনায় নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করা প্রয়োজন। আপনি নিবন্ধ টি সংশোধণ ও সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারেন। এই বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে করতে পারেন। শুভেচ্ছা সহ —শাকিল হোসেন আলাপ ১৮:২৫, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মে 2021 সম্পাদনা

  Welcome to Wikipedia. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, articles should not be moved, as you did to জেরুসালেম, without good reason. They need to have a name that is both accurate and intuitive. Wikipedia has some guidelines in place to help with this. Generally, a page should only be moved to a new title if the current name doesn't follow these guidelines. Also, if a page move is being discussed, consensus needs to be reached before anybody moves the page. Take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. — Meghmollar2017আলাপ১৫:৩২, ১২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাইবেলীয় বানান সম্পর্কে সম্পাদনা

বাইবেলীয় বানান ব্যবহার সংক্রান্ত পাতাটি কি আপনি তৈরি করেছেন? অনুগ্রহ করে আপনার সাথে ব্যবহারকারী:SuryaNarayanMishra-র সম্পর্ক পরিস্কার করুন। এ সংক্রান্ত পাতা তৈরি করার আগে প্রশাসকদের সাথে যোগাযোগ করুন। -- অর্ণব (আলাপ | অবদান) ১৪:২০, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান:--অর্ণব (আলাপ | অবদান) ১৪:২০, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সুধী, দয়া করে আপনি আলোচনা ছাড়া কোন নিবন্ধের নাম পরিবর্তন করবেন না। আমি দেখতে পাচ্ছি আপনার দ্বারা অপ্রচলিত নামে, বানানে নিবন্ধের নামান্তর বিতর্কের সৃষ্টি করছে। এখন থেকে যদি কোন নিবন্ধের নামান্তর করতে চান, আগে নিবন্ধের আলাপ পাতায় নামান্তরের প্রস্তাব করবেন। কেউ যদি সাড়া না দেয়, তবে এতে মন্তব্য করতে উইকিপিডিয়া:আলোচনাসভায় জানাবেন। নিজ থেকে নিবন্ধের নামান্তর করবেন না এখন থেকে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪০, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে বলা সত্ত্বেও আপনি শুনছেন না। এই মাত্র হেবরন কে হিব্রোণ শিরোনামে স্থানান্তর করেছেন। এমন অবস্থায় আমার কি করা উচিত বলুন? আপনাকে থামাতে আমার আপনাকে বাধা দেয়া ছাড়া আর কোন পথ থাকলে বলে দিন অথবা নিজ থেকে নিবন্ধ স্থানান্তর করা বন্ধ করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৯, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এবং Zaheen: ভাইয়া, উনি আবার একই কাজ করছেন। — Meghmollar2017আলাপ০৬:১৫, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ইম্মানূয়েল, দয়া করে বক্তব্য দিন। আমরা বলেই যাচ্ছি, কিন্তু আপনি কিছু বলছেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫১, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: উনি এখনো বাইবেলীয় বানান অনুসরণ করে চলেছেন। কিছু করা যায় কিনা দেখুন। – Muhammad Wahid ➡ Talk ১০:০৭, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Muhammad WAHID: ৩ জুনের সতর্কবার্তার পর তিনি আলোচনা ছাড়া আর কোন নিবন্ধের নাম পরিবর্তন করেননি। আমার মনে হয় না এই সূত্রে বাধা দেওয়া উচিত হবে। তিনি বাইবেলীয় বানানে যেসব নিবন্ধ সৃষ্টি করেছেন, আপনি সেগুলিকে প্রচলিত বানানে নেওয়ার জন্য সেগুলির আলাপ পাতায় প্রস্তাব রাখতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২১, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ব্যবহারকারী:ইম্মানূয়েল, আমরা এতজন এত কথা বললাম, আপনি তার উত্তর দেওয়ার প্রয়োজনবোধটুকু পর্যন্ত করলেন। উপরন্তু, আপনি সবার মতকে অবজ্ঞা করে আপনার মতো বানানবিধি লিখেই চলেছেন। এরকম বিতর্কিত বানান নিবন্ধগুলোতে না লিখে আপনি খ্রিষ্ঠানধর্মসম্পর্কিত আরও অনেক নিবন্ধ বানাতে পারেন, যেগুলোর বাংলা নাম আমরা জানি না। এরকম হাজারখানেক খ্রিষ্টান পর্ব, উৎসব অনেক রয়েছে, যার নিবন্ধ বাংলায় নেই। নটর ডেম কলেজ, ঢাকা নিবন্ধকে নির্বাচিত করতে গিয়ে এরকম অনেক নিবন্ধ তৈরি করতে গিয়ে আমাদের দাঁত ভাঙার জোগাড় হয়েছিল। আপনি এরকম নিবন্ধগুলো তৈরি করতে পারেন। কিন্তু আপনি যে পদ্ধতিতে সকলের বার্তাকে উপেক্ষে করে এগোচ্ছেন, তাতে মনে হয়, অচিরেই বাধা পেতে পারেন। তার চেয়ে এটাই ভালো নয় কি? — Meghmollar2017আলাপ০৫:৪৭, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জুন 2021 সম্পাদনা

  আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় বিদ্বেষপূর্ণভাবে একটি পাতা স্থানাতর করেন, যা আপনি এই ব্যাবিলন নিবন্ধে করেছেন, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবে। — Meghmollar2017আলাপ০৯:১২, ৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান এবং Zaheen: ভাইয়া, আমি ব্যবহারকারী ইম্মানূয়েলকে সর্বশেষ সতর্কীবার্তা দিলাম। — Meghmollar2017আলাপ০৯:১৪, ৩ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে সর্বশেষ সতর্কীকরণ বার্তা দেওয়ার পরও থামছেনা না! অনুগ্ৰহ পূর্বক সম্প্রদায়ের ঐক্যমত ব্যাতীত কোন পাতা স্থানান্তর করবেন না —শাকিল হোসেন আলাপ ০৭:৫৩, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় ইম্মানূয়েল,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় ইম্মানূয়েল,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সর্বশেষ সতর্ক বার্তা সম্পাদনা

আপনাকে পূর্বে একাধিকবার বলার পরও আলোচনা ব্যতীত পাতা স্থানান্তর করেই চলেছেন। আপনার মতে শিরোনামগুলো সঠিক হলেও অন্যদের মতে তা নয়, তাই আলোচনা ব্যতীত পাতা স্থানান্তর না করার জন্য অনুরোধ রইলো। আপনি বারবার একই কাজ অব্যাহত রাখলে আপনাকে বাধা প্রদান করা হতে পারে। — রিয়াজ (আলাপ) ০৭:৫৪, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU, আফতাবুজ্জামান, এবং Zaheen: সর্বশেষ সতর্কবার্তা সত্ত্বেও উনি আলোচনা ছাড়াই আবার নিবন্ধ স্থানান্তর করেছেন, এবং অন্যান্য নিবন্ধে ভাষার পরিবর্তন করেছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। — Meghmollar2017আলাপ১৩:০৯, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
Meghmollar2017, পাতা স্থানান্তর করা এক কথা, কিন্তু বারংবার আলাপ-আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর অনুরোধ করা সত্ত্বেও অস্বাভাবিকভাবে উইকিসম্প্রদায়ের বাকীদের মতামত সম্পূর্ণ অবজ্ঞা করলে ব্যবহারকারীর সদিচ্ছার উপরে খানিকটা সন্দেহ জাগতে পারে। তবে আমার এখনও মনে হচ্ছে ইনি নিজের দৃষ্টিকোণ থেকে হয়ত সদিচ্ছার বশেই শিরোনাম ও বিষয়বস্তুগুলিতে পরিবর্তনগুলি আনছেন, কিন্তু উইকি যে একটি সহযোগিতামূলক প্রকল্প এবং মতদ্বৈততা হলে অন্যদের সাথে যে আলাপ আলোচনার ভিত্তিতে এগোনো উচিত, সে ব্যাপারে তাঁর সদিচ্ছার বেশ অভাব আছে। আমি যেহেতু খ্রিস্টধর্ম-সংশ্লিষ্ট পাতাগুলিতে নিজেই অবদান রেখেছি, তাই ওনার সাথে কী করা উচিত, সে নিয়ে আপাতত নিজের মত দিচ্ছি না, বরং অন্য কোনও প্রশাসককে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখতে অনুরোধ করছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:৩৪, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: অসীম মেয়াদে বাধাপ্রদান করা হলো। — রিয়াজ (আলাপ) ১৭:৩৯, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আগস্ট 2021 সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। রিয়াজ (আলাপ) ১৭:৪০, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন