আমি মুহাম্মদ মোক্‌তাদির হাবীবুল্লাহ্‌ বাহার কলেজের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক। আমার গ্রামের বাড়ী জামালপুর জেলার ইসলামপুর থানার হাড়িয়াবাড়ী গ্রামে।র্আমি সর্ব শেষ ডিগ্রী অর্জন করি Royal University of Dhaka হতে। সেখান থেকে আমি M.Sc. in Computer Science and Engineering ডিগ্রী নেই। এর আগে আমি গণিতে অনার্স সহ মাষ্টার্স ডিগ্রি অর্জন করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে। উচ্চমাধ্যমিক পড়াশুনা সরকারী আনন্দ মোহন কলেজ হতে।স্কুল জীবন কাটে গ্রামে আমার প্রিয় স্কুল হাড়িয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ে।


পিতার নাম : মুহাম্মদ আব্দুল করিম। মাতার নাম : হাবিবা বেগম।