বিশ্বের বিবিধ জ্ঞান বাংলা ভাষায় অনুুবাদের মধ্য দিয়েই এ ভাষার গতি, মর্যাদা ও সমৃৃদ্ধি সমুুুন্নত রাখা সম্ভব। বাংলা উইকিপিডিয়া সেই মৌলিক কাজটিই করে যাচ্ছে প্রতিনিয়ত। উইকিপিডিয়ার একজন সদস্য হিসেবে বাংলার জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করার কাজে নূন্যতম অবদান রাখতে পারলেও আমি অত্যন্ত আনন্দিত হব।

উইকিপিডিয়ায় আমার তৈরি ও পূর্ণ সম্পাদিত নিবন্ধসমূহের তালিকা