বেইব্লেড জাপানে 爆転シュートベイブレード বাকুতেন্ শুউত বেইবুরে-দ, নামে পরিচিত। এটা জাপানের জনপ্রিয় মাঙ্গা। এটা লিখেছেন তাকাও আওকি। এটা আসল কোরোকোরো কমিকে জানুয়ারি ২০০০ সালে যাত্রা শুরু করে এবং ২০০৩ সালে ডিসেম্বরে যাত্রা শেষ করে। এবং এটা পরিবেশনা করেছিল সোগাকুকান। এই সময় বেইব্লেডের ১৪টি অধ্যায় পরিবেশনা করা হয়েছিল। এই সিরিজে ঘূর্ণায়ন লাটিমকে বেইব্লেড বলা হয়।এই সিরিজে কিছু যুবক বালকদের মধ্যে লাটিম নিয়ে যুদ্ধ হয়।

বেইব্লেড
বেইব্লেডের প্রথম ধারার লোগো
爆転シュートベイブレード
(বাকুতেন্ শুউত বেইবুরে-দ)
ধরনবৈজ্ঞানিক কল্পকাহিনি, কমেডি-নাট্য, ক্রীড়া
মাঙ্গা
লেখকতোকাও আওকি
প্রকাশকশোগাকুকান
ইংরেজি প্রকাশক
সাময়িকীকরোকরো কমিক
জনতাত্ত্বিকশোনেন
মূল প্রকাশজানুয়ারি, ১৯৯৯ডিসেম্বর, ২০০৩
খণ্ড১৪
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
পরিচালকতোশিফুমি কাওয়াসে
প্রয়োজকমাসাও মারুয়ামা
জি-ইয়ং কিম
এউন-মি লী
লেখককাযুহিকো সোমা
তাৎসুহিকো উরাহাতা
সুরকারইয়োশিহিসা হিরানো
স্টুডিওম্যাডহাউস
লাইসেন্সকারী
মূল নেটওয়ার্কটিভি টোকিও
ইংরেজি নেটওয়ার্ক
মূল প্রকাশ ৮ জানুয়ারি ২০০১ ডিসেম্বর ২৪, ২০০১
পর্ব৫১ (পর্বের তালিকা)
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
বেইব্লেড ভি-ফোর্স
পরিচালকইয়োশিও তাকেউচি
প্রয়োজকশিন'ইচি ইকেদা
সুসুমু মাৎসুয়ামা
কানেহিদে সাই
এউন-মি লী
লেখকইয়োশিমু ফুকুশিমা
সুরকারহিরোয়ুকি হায়াসে
স্টুডিওনিহোন অ্যানিমিডিয়া
লাইসেন্সকারী
মূল নেটওয়ার্কটিভি টোকিও
ইংরেজি নেটওয়ার্ক
মূল প্রকাশ জানুয়ারি ৭, ২০০২ ডিসেম্বর ৩০, ২০০২
পর্ব৫১ (পর্বের তালিকা)
অ্যানিমে
বেইব্লেড: ফায়ার্স ব্যাটল
পরিচালকতাকুও সুযুকি
প্রয়োজকহিরোয়া নিশিমুরা
তাকাও মুরাকামি
লেখকইয়োশিফুমি ফুকুশিমা
সুরকারহিরুয়ুকি হায়াসে
স্টুডিওনাহেন অ্যানিমিডিয়া
মুক্তিঅগাস্ট ১৭, ২০০২
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
বেইব্লেড জি-রিভোল্যুশন
পরিচালকমিৎসুও হাশিমোতো
প্রয়োজকশিন'ইচি ইকেদা
সুসুমু মাৎসুয়ামা
মামিকো আওকি
শুনজু আওকি
লেখকজিরো তাকায়ামা
সুরকারইয়াসুহারু তাকানাশি
স্টুডিওনিহোন অ্যানিমিডিয়া
লাইসেন্সকারী
মূল নেটওয়ার্কটিভি টোকিও
ইংরেজি নেটওয়ার্ক
মূল প্রকাশ জানুয়ারি ৬, ২০০৩ ডিসেম্বর ২৯, ২০০৩
পর্ব৫২ (পর্বের তালিকা)
Related manga
Related anime
বেইব্লেড টুর্নামেন্ট এর দৃশ্য। যেটিতে একটি লাটিম আরেকটি লাটিম কে আঘাত করছে।

মাঙ্গা উত্তর আমেরিকায় ইংরেজিতে মুক্তির জন্য ভিজ মিডিয়া দ্বারা লাইসেন্স তৈরী করে। এটা আনিমে অবলম্বনে বেইব্লেড নামে জাপানের টোকিও তে জানুয়ারি ৮ ২০০১ সালোমে মুক্তি পায়। যেটিতে এর মোট পর্বের সংখ্যা ছিল ৫১টি। এটা যাত্রা শেষ করে ২৪ ডিসেম্বর ২০০১ এ।

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

একজন যুবক বালক নাম টাইসন জাপানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। যে প্রতিডোগীতায় সকলকে হারানোর পর অনেকই তার বন্ধু হলো। সে তার বন্ধুদের কাছে বেল্ড ব্রেকারস্ নামেও পরিচিত। কেনি ট্যাগস তাদের সাহায্যকারী। তারা জাপান থেকে চায়নাতে গিয়েছিলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তারা টাইগার দলের সামনে মুখোমুখি হলো। চায়নার প্রতিযোগিতা শেষ হয়ে গেলে

তারনকে আমেরিকা পারি জমাল আরকে প্রতিযোগিতাযঅ আংশ নিতে। তারা আমিরাকায় যখন প্রতিযোগিতায় জয়ী হলো তখন তার ইউরোপে গেল সেসে ইউরোপে তার বন্ধুদের সাথে দেখা করতে গেলো।

বেল্ড বেকারাস্ সব প্রতিযোগিতায় জয়ী হবার পর সে তাদের প্রধান হিসেবে নিযুক্ত হলো। তারপর সে রাশিয়া গেলে সর্বশেষ প্রতিযোগিতায় অংশ নিতে। রাশিয়ায় তারা বরিস এর দলের সামনে মুখোমুখি হলো। কাই প্রায় ভুলেই গিয়েছিলো সে তাদের সাথে বে বেল্ড অনুশীলন করত।যাই হোক সে তাড়াতাড়িই উপলব্ধি করতে পারল। পরে তারা বঝতে পারল বন্ধুত্বের শক্তিই বড় শক্তি।

মাঙ্গা সম্পাদনা

মাধ্যম সম্পাদনা

ইংরেজি সংস্করণ সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা