বেইব্লেড: মেটাল ফিউশন

(Beyblade: Metal Fusion থেকে পুনর্নির্দেশিত)

বেইব্লেড মেটাল ফিউশন, যা মেটাল ফাইট বেইব্লেড (メタルファイトベイブレード, Metaru Faito Beiburēdo) নামেও পরিচিত। বেইব্লেড মেটাল ফিউশন জাপানি জনপ্রিয় মাঙ্গা। এর স্রষ্টা তাকাফুমি আদাচি

বেইব্লেড: মেটাল ফিউশন
メタルファイトベイブレード
(Metaru Faito Beiburēdo)
মাঙ্গা
লেখকতাকাফুমি আদাচি
প্রকাশকসগাকুকান
ইংরেজি প্রকাশকচাং ই (সিঙ্গাপুর)
সাময়িকীকরোকরো কমিক
ইংরেজি সাময়িকীCo-Co! (হংকুং)
জনতাত্ত্বিকশিশুতোষ
মূল প্রকাশসেপ্টেম্বর ২০০৮ফেব্রুয়ারি ২০১২
খণ্ড১১ (খণ্ডের তালিকা)
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
পরিচালককুনিহিসা সুজিশিমা
লেখককাত্সুমি হাসেগাওয়া
স্টুডিওতাতসুনকো
তাতসুনকো
লাইসেন্সকারী
মূল নেটওয়ার্কটিভি টোকিও, এবিএস-সিবিএন, এবিএস-সিবিএন স্পোর্টস+আকশন
মূল প্রকাশ এপ্রিল ৫, ২০০৯ মার্চ ২৮, ২০১০
পর্ব৫১ (পর্বের তালিকা)
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
বেইব্লেড: মেটাল মাস্টার্স
পরিচালককুনিহিসা সুজিশিমা
লেখককাত্সুমি হাসেগাওয়া
সুরকারনিল পারফিট
স্টুডিওতাতসুনকো, তাতসুনকো
লাইসেন্সকারী
Nelvana Limited
Hasbro Studios
মূল নেটওয়ার্কটিভি টোকিও, এবিএস-সিবিএন
মূল প্রকাশ এপ্রিল ৪, ২০১০ মার্চ ২৭, ২০১১
পর্ব৫১ (পর্বের তালিকা)
অ্যানিমে চলচ্চিত্র
দ্য বার্নিং ইনভাডের সল ব্লেজ
পরিচালককুনিহিসা সুজিশিমা
লেখককাত্সুমি হাসেগাওয়া
সুরকারস্কট বক্সিস
স্টুডিওতাতসুনকো, সুনেরজিএসপি
মুক্তিআগস্ট ২১, ২০১০
ব্যাপ্তিকাল৭৫ মিনিট
অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক
বেইব্লেড: মেটাল ফুরি
পরিচালককুনিহিসা সুজিশিমা
লেখককাত্সুমি হাসেগাওয়া
সুরকারস্কট বক্সিস
স্টুডিওTatsunoko, SynergySP
লাইসেন্সকারী
Nelvana Limited
Hasbro Studios
মূল নেটওয়ার্কটিভি টোকিও
মূল প্রকাশ এপ্রিল ৩, ২০১১ এপ্রিল ১, ২০১২
পর্ব৫২ (জাপানি সংস্করণ)
৩৯ (আন্তর্জাতিক সংস্করণ) (পর্বের তালিকা)
সম্পর্কিত মাঙ্গা
Related anime

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

বেইব্লেড ৪ টি মৌসুম এর মদ্ধে ১ ম:

বেইব্লেড মেটাল ফিউশান: বেইব্লেড মেটাল ফিউশানের কাহিনী শুরু হয় জিঙ্গা হেগানে নামক বেইব্লেডার যে গ্রাম থেকে আসা ছেলে। যে শহরে আসে এবং সেখানে কেন্টা নামক ছেলের সাথে দেখা হয়। তারা খুবই শীঘ্রই বন্ধু হয়। জিঙ্গা হেগানে লাটিম দস্যু বেইহান্টার দের হারিয়ে কেন্টা ও তার বন্ধুদের রক্ষা করে। তাদের খারাপ সংঘটন ডার্ক নেবুলা সংঘটনের নেতা রাইইউগা কে হারায়। রাইইউগা একটি ছেলে যার একটি শক্তিশালী লাটিম বা বে আছে। তার বে বা লাটিমের নাম হল এল ড্রাগো। যা প্রচুর শক্তিশালী। জিঙ্গা হেগানের স্ট্রোম পেগাসাস একমাত্র বে বা লাটিম যা রাইউগার বে বা লাটিম এল ড্রাগোকে হারাতে সক্ষম হয়। পৃথিবীকে রক্ষা করে রাইউগা ও তার খারাপ শক্তি থেকে।

২য়: বেইব্লেড মেটাল মার্স্টাস:- রাউগাকে হারানো পর জিংগার অনের নাম হওয়ায় জিংগার ওনেক শত্রু হয়। তাই কে সবচেয়ে বেশি শক্তিধর তা দেখার জন্য "Beyblade World Championship Battle" শুরু হয়। সব বাধা উপেক্ষা করে জিংগার দল " Gan Gan Galaxy " নম্বর ১ হয়। অন্য দিকে "Beyblade World Championship Battle" কে ব্যবহার করে ডক্টর জিগারট সকল বে এর উপর তথ্য নিয়ে স্পাইরো ফক্স পাওয়ার বানায়। এই স্পাইরো ফক্স বিক্রির জন্য বিজ্ঞাপনে বার বার ব্যবহার করায় পরিবেশের ঐ স্থান টি ধ্বংস হচ্ছিল। এই স্পাইরো ফক্স ধ্বংস করে জিংগা পৃথিবীকে বাঁচালো।

৩য়: বেইব্লেড মেটাল ফুরি। স্টার ফ্রগমেন্ট আকাস থেকে আসে ১০ ভাগে বিভক্ত হয়। তাদের বলা হয় লেজেনডারি ব্লেইডার। তাতারা ছিলেন ১০ জন : নাম সহ বে এর নাম: ১.জিংগা। (কজমিগ পেগাসাস) ২.কিয়োয়া। (লিওন) ৩.রাউগা (এল ড্রাগো ডিস্ট্রাকটর), পরবর্তিতে তার স্টার ফ্রেগমেন্ট কেন্টাকে (ফ্লেস স্টেজেটেরিও) দিয়েদেয়। ৪.ডাইনেমেস। ৫.টিজি। ( কেপসোকোডো) ৬.উকি। (এনুবিয়েস) ৭.আগুমা। (ক্রমাস) ৮.কিং। (ভেরিআইরেস) ৯.ক্রিস। (ওরায়ন) ১০.রাগো। (নেমেসেস) তারা সবাই নেমেসেস (১০ নং বে) নামের একটি বে কে হারাতে জায়। যা কে বলে গড অফ ডিস্ট্রাকসন। তারা গড অফ ডিস্ট্রাকসন কে আটকায় তবুও গড অফ ডিস্ট্রাকসন বেচে যায়। সে পৃথিবী কে ধংস করতে চায়। তখনি জিংগা তাকে হারিয়ে পৃথিবীকে বঁাচায়।

আনিমে সম্পাদনা

মৌসুম ১: মেটাল ফিউশন সম্পাদনা

মৌসুম ২: মেটাল মাস্টার্স সম্পাদনা

মৌসুম ৩: মেটাল ফুরি সম্পাদনা

মৌসুম ৪ স্টীল সাগা সম্পাদনা

স্পীন অফ সম্পাদনা

ভিডিও গেম সম্পাদনা

চরিত্রসমূহ সম্পাদনা

  • জিঙ্গা হাগানে: জিঙ্গা হাগানে বেইব্লেডার যে গ্রাম থেকে আসে। তার বে বা লাটিমের নাম স্ট্রোম পেগাসাস। সে প্রথম ব্যক্তি যে রাইউগাকে হারাতে সক্ষম হয়। সে পৃথিবীকে রক্ষা করে রাইউগা ও তার ভয়াবহ শক্তির হাত থেকে।
  • ম্যাডোকা: ম্যাডোকা জিঙ্গার এক বন্ধু। যে জিঙ্গার বে রিপায়ার করে।
  • রাইউগা: রাইউগা একটি ছেলে যার বে এর নাম হল এল ড্রাগো। এল ড্রাগোর খারাপ শক্তি ব্যবহার করে পৃথিবীতে রাজত্ব করতে চায়।
  • কিয়োইয়া:কিয়োইয়া যে বেহান্টার দলের নেতা এবং তার বের না লিও। লিও প্রচুর শক্তিশালী। তার গর্জনে ঝড় সৃষ্টি হয়।
  • কেন্টা: কেন্টা একজন যে জিঙ্গার প্রথম বন্ধু। কেন্টা জিঙ্গার সবচেয়ে ভালো বন্ধু।
  • বেনকে: বেনকে প্রথমে বে হান্টার দলের সদস্য থাকে। পরে সে জিঙ্গার বন্ধু হয়।

মাঙ্গা সম্পাদনা

বেইব্লেড মেটাল ফিউশন লিখেজেন শিশুতোষ লেখক তাকাফুমি আদাচি। এটা জাপানে কোরোকোরো কমিক নামক মাসিক ম্যাগাজিনে পরিবেশনা করে। যেটির কার্যক্রম ছিল ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর সগাকুকান ১১টি খন্ড সম্পূর্ণ করে। প্রথম খন্ড মুক্তি পায় ২০০৯ সালের ২৭ এ মার্চ এবং সর্বশেষ মুক্তি পায় ২০১২ সালের ২৪ শে মার্চ।

ইংরেজি সংস্করণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা